নকআউট পর্বে উঠতে ইন্টার মিলানের সঙ্গে ড্র করলেই চলত রিভার প্লেটের। কিন্তু বাংলাদেশ সময় আজ সকালে অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে আর্জেন্টাইন ক্লাবটি। আর তাতে নিশ্চিত হলো, নতুন কাঠামোর এবারের ফিফা ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বে থাকছে না কোনো আর্জেন্টাইন ক্লাব। রিভার প্লেটের আগে বিদায় নিয়েছে দেশটির আরেক প্রতিনিধি বোকা জুনিয়র্স।

আর্জেন্টিনার সব ক্লাব বিদায় নিলেও প্রতিবেশী ব্রাজিলের চারটি ক্লাবই উঠে গেছে দ্বিতীয় রাউন্ডে। শেষ ষোলোতে পালমেইরাস ও বোতাফোগো মুখোমুখি হওয়ায় নিশ্চিত হয়েছে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের কোনো না কোনো ক্লাব থাকছেই। পালমেইরাস ও বোতাফোগো ছাড়া ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো ও ফ্লুমিনেন্সও উঠেছে দ্বিতীয় রাউন্ডে।

ইতালিয়ান পরাশক্তি ইন্টারের কাছে হেরে বিদায় নেওয়া রিভার প্লেট গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচ শেষে ‘ই’ গ্রুপে শীর্ষেই ছিল। ২ ম্যাচে ১টি করে জয় ও ড্র নিয়ে ৪ পয়েন্ট পেয়ে গোল ব্যবধানে ইন্টারের ওপরে ছিল আর্জেন্টাইন ক্লাবটি। আজ একই সময়ে অনুষ্ঠিত গ্রুপের অন্য ম্যাচে মেক্সিকান ক্লাব মন্তেরেই জাপানের উরাওয়া রেড ডায়মন্ডসকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে উঠেছে শেষ ষোলোতে। তৃতীয় ম্যাচে এসে পাওয়া প্রথম জয়ের পর মন্তেরেই গ্রুপ পর্ব শেষ করল ৫ পয়েন্ট নিয়ে। ইন্টারের পয়েন্ট ৭, রিভার প্লেটের পয়েন্ট ৪, উরাওয়া ফিরেছে খালি হাতেই।

ইন্টার মিলানের হয়ে অভিষেকেই গোল পেয়েছেন ১৯ বছর বয়সী স্ট্রাইকার ফ্রানচেস্কো পিও পেসপসিতো.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর জ ন ট ইন ট র

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ