উত্তর গাজায় ত্রাণের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল
Published: 26th, June 2025 GMT
ইসরায়েল উত্তর গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার দুই কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
বুধবার ত্রাণবাহী ট্রাকে মুখোশধারী ব্যক্তিদের ছবি ছড়িয়ে পড়ে, যাদের হাতে রাইফেল ও লাঠি ছিল। ইসরায়েলের দাবি, হামাস ত্রাণ চুরি করছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বুধবার রাতে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের সাথে এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, তিনি সেনাবাহিনীকে দুই দিনের মধ্যে একটি পরিকল্পনা উপস্থাপনের নির্দেশ দিয়েছেন যাতে হামাস ত্রাণের নিয়ন্ত্রণ নিতে না পারে।
তবে হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ত্রাণের কোনো ট্রাক লুট করেনি।
গাজার প্রভাবশালী গোষ্ঠীগুলোর প্রতিনিধিত্বকারী উপজাতীয় বিষয়ক উচ্চ কমিশন জানিয়েছে, ‘কেবলমাত্র উপজাতীয় প্রচেষ্টার মাধ্যমে’ পরিচালিত সাহায্য সুরক্ষা প্রক্রিয়ার অংশ হিসাবে ট্রাকগুলো সুরক্ষিত করা হয়েছে। হামাস এই প্রক্রিয়ায় অংশ নেয়নি।
ফিলিস্তিনি বেসরকারি সংস্থাগুলোর জন্য পরিচালিত ছায়া সংস্থার পরিচালক আমজাদ আল-শাওয়া বলেছেন, বুধবার গোষ্ঠীগুলোর মাধ্যমে সুরক্ষিত ত্রাণ দুর্বল পরিবারগুলোর মাঝে বিতরণ করা হয়েছে।
ইসরায়েলের প্রায় দুই বছরের সামরিক অভিযানের ফলে গাজার ২০ লাখেরও বেশি বাসিন্দার বেশিরভাগই বাস্তুচ্যুত হওয়ার পর খাদ্য এবং অন্যান্য মৌলিক সরবরাহের তীব্র ঘাটতির মধ্যে রয়েছে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ