ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় যারা, কবে কে কার মুখোমুখি
Published: 27th, June 2025 GMT
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে বাজিমাত করেছে ব্রাজিল থেকে অংশ নেওয়া চার ক্লাব। পালমেইরাস ও ফ্লামেঙ্গো গ্রুপ সেরা হয়ে শেষ চারে পা রেখেছে। ফ্লুমিনেন্স ও বোটাফোগো গ্রুপের রানার্স আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে গেছে।
তবে ব্রাজিলের চার ক্লাবই শেষ ষোলোয় পড়েছে কঠিন পরীক্ষার মুখে। যেমন ফ্লামেঙ্গোকে খেলতে হবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের বিপক্ষে। বোটাফোগো ও পালমেইরাস একে অপরের মুখোমুখি হবে। সেখান থেকে একদলের বিদায় নিতে হবে। ইন্টার মিলানের বিপক্ষে খেলতে হবে ফ্লুমিনেন্সের।
ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে চমক দিয়েছে স্বাগতিক ক্লাব ইন্টার মায়ামি ও মেক্সিকান ক্লাব মন্টেরি। সৌদি প্রো লিগের একমাত্র ক্লাব হিসেবে ক্লাব বিশ্বকাপে এসে শেষ ষোলোয় গেছে আল হিলাল। তাদের গ্রুপ থেকে ইউরোপের সলসবার্গ বিদায় নিয়েছে।
এর বাইরে ইউরোপের প্রভাবশালী রিয়াল মাদ্রিদ, ম্যানসিটি, চেলসি, বরুশিয়া ডর্টমুন্ড, বেনফিকা ও জুভেন্টাস শেষ ষোলো নিশ্চিত করেছে। গ্রুপ পর্বে একমাত্র ক্লাব হিসেবে তিন ম্যাচেই জয় পেয়েছে ম্যানসিটি। তারা কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে আল হিলালকে পেয়েছে। রিয়াল মাদ্রিদকে খেলতে হবে জুভেন্টাসের বিপক্ষে।
শেষ ষোলোয় জায়গা পাওয়া দল: গ্রুপ ‘এ’: পালমেইরাস, ইন্টার মায়ামি।
গ্রুপ ‘বি’: পিএসজি, বোটাফোগো।
গ্রুপ ‘সি’: বেনফিকা, বায়ার্ন।
গ্রুড ‘ডি’: ফ্লামেঙ্গো, চেলসি।
গ্রুপ ‘ই’: ইন্টার মিলান, মন্টেরি।
গ্রুপ ‘এফ’: ডর্টমুন্ড, ফ্লুমিন্সে।
গ্রুপ ‘জি’: ম্যানসিটি, জুভেন্টাস।
গ্রুপ ‘এইচ’: রিয়াল মাদ্রিদ, আল হিলাল।
শেষ ষোলোয় কে, কবে, কখন, কার মুখোমুখি: (বাংলাদেশ সময় অনুযায়ী)
২৮ জুন: পালমেইরাস বনাম বোটাফোগো (রাত ১০টা)।
বেনফিকা বনাম চেলসি (রাত ২টা)।
২৯ জুন: পিএসজি বনাম ইন্টার মায়ামি (রাত ১০টা)।
ফ্লামেঙ্গো বনাম বায়ার্ন (রাত ২টা)।
৩০ জুন: ইন্টার মিলান বনাম ফ্লুমিনেন্স (রাত ১টা)।
১ জুলাই: ম্যানসিটি বনাম আল হিলাল (সকাল ৭টা)।
১ জুলাই: রিয়াল বনাম জুভেন্টাস (রাত ১টা)।
২ জুলাই: ডর্টমুন্ড বনাম মন্টেরি (সকাল ৭টা)।
উৎস: Samakal
কীওয়ার্ড: ক ল ব ব শ বক প ক ল ব ব শ বক প ইন ট র ম আল হ ল ল
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৫ আগস্ট ২০২৫)
ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু আজ। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের মুখোমুখি বোর্নমাউথ।
টপ এন্ড টি–টোয়েন্টিক্যাপিটাল–হারিকেনস
সকাল ৭–৩০ মি., টি স্পোর্টস
রেনেগেডস–স্টারস
সকাল ১০–৩০ মি., টি স্পোর্টস
নেপাল–নর্দার্ন
বেলা ২–৩০ মি., টি স্পোর্টস
লিভারপুল–বোর্নমাউথ
রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
সুপারচার্জার্স–বার্মিংহাম
রাত ৮টা, সনি স্পোর্টস ১
সুপারচার্জার্স–বার্মিংহাম
রাত ৮টা, সনি স্পোর্টস ১
সিনসিনাটি ওপেন
রাত ১টা, সনি স্পোর্টস ২
সেন্ট কিটস–গায়ানা
আগামীকাল ভোর ৫টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২