Samakal:
2025-08-16@03:18:25 GMT

মোটরসাইকেল হয়রানি

Published: 27th, June 2025 GMT

মোটরসাইকেল হয়রানি

মোটরসাইকেল ধরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। রাস্তায় দাঁড়িয়ে কাগজপত্র দেখার নামে মোটরসাইকেল ধরার মধ্যে অনেক ক্ষেত্রে শুভঙ্করের ফাঁকি আছে। কী কী কাগজ লাগবে তা প্রস্তুত করার পর মোটরসাইকেল বিক্রি করার নিয়ম করা হোক! 
ড্রাইভিং লাইসেন্সেও সেভাবে কড়াকড়ি করা হোক। অথচ বেশির ভাগই টাকা দিয়ে এই লাইসেন্স নেয়।
একটি লিখিত পরীক্ষা নিয়ে আর সামান্য আঁকাবাঁকা পথে চালাতে দিয়ে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়! কিন্তু দরকার ছিল কয়েক দিনের প্রশিক্ষণের। সেটা কোনো ক্যাম্প বা ট্রেনিং সেন্টারে হতে পারে। যেখানে হাতেকলমে নিরাপদ ড্রাইভিং ও ট্রাফিক আইন শেখানো হবে। এ ক্যাম্প হতে পারে তিন থেকে সাত দিনের মধ্যে। যারা ভালো পারবেন তাদের ড্রাইভিং লাইসেন্স ইস্যু করে তিন দিনের মধ্যে ছেড়ে দেওয়া যেতে পারে। যারা অদক্ষ তাদের সময় লম্বা করতে হবে। অর্থাৎ লাইসেন্স ইস্যু করা হবে দক্ষতার ভিত্তিতে। সরকারি ফি ব্যতীত বাড়তি টাকা যাতে কেউ আদায় করতে না পারে, সেদিকেও খেয়াল রাখতে হব।
দক্ষতা আর আইন মানা হচ্ছে মূল কথা। তা না হলে এই লাইসেন্স নেওয়া মানে টাকা খরচ করে সনদ কিনে নেওয়ার মতোই। এ ছাড়া দালালের সহায়তায় লাইসেন্স নেওয়ার কথাও লোকমুখে শোনা যায়। এসব অসাধু পন্থা প্রকাশ্যেই চলে!
ড্রাইভিং লাইসেন্সের জন্য এত জায়গায় দৌড়াতে হবে কেন? দক্ষতার ভিত্তিতে উপজেলা বা ইউনিয়ন/ওয়ার্ড পর্যায়ে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হলে ব্যবহারকারীদের ভোগান্তি কমবে।

কাজী সুলতানুল আরেফিন: 
ছাগলনাইয়া, ফেনী
arefin.

[email protected]

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন, জ্বলছে সাড়ে ছয় ঘণ্টা ধরে

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় একটি ঝুটের (পরিত্যক্ত মালামাল) গুদামে আগুন লেগেছে। গতকাল শুক্রবার রাত দুইটার দিকে বাকলিয়া এক্সেস রোড–সংলগ্ন এলাকার গুদামটিতে আগুন লাগে। আজ শনিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত আগুন পুরোপুরি নেভেনি।

ফায়ার সার্ভিস জানায়, ব্যক্তিমালিকানাধীন গুদামটিতে পরিত্যক্ত কাপড় এবং প্লাস্টিক পণ্যের বোতল রাখা হয়েছিল। রাতে গুদামটিতে আগুন লাগার খবর পেয়ে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিয়ন আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। ভোর পৌনে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে সকাল পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান সকাল সাড়ে আটটায় প্রথম আলোকে বলেন, গুদামে থাকা মালামাল পুড়ে গেলেও আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন পুরোপুরি নেভানোর কাজ চলছে। কী কারণে আগুন লেগেছে সেটি তদন্ত শেষে জানা যাবে।

সম্পর্কিত নিবন্ধ