হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আহ্বান ট্রাম্পের
Published: 29th, June 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
রবিবার সকালে ট্রুথ সোশ্যালে পোস্ট করে তিনি লিখেছেন, “গাজায় চুক্তি করুন। জিম্মিদের ফিরিয়ে আনুন!!!”
শুক্রবার ট্রাম্প বলেছিলেন, তিনি বিশ্বাস করেন যে ইসরায়েলি সেনাবাহিনীর তীব্র বোমাবর্ষণ এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলি হামলা অব্যাহত থাকা সত্ত্বেও, এক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব।
গাজায় প্রায় ৫০ জন জিম্মি এখনো হামাসের হাতে রয়ে গেছে। এদের অর্ধেকেরও কম এখনো জীবিত বলে মনে করা হচ্ছে। ২০২৩ সালে ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েল থেকে হামাসের ২৫১ জনকে আটক করে নিয়ে গিয়েছিল।
মার্চ মাসে ইসরায়েল পূর্ববর্তী যুদ্ধবিরতি ভেঙে ফেলার পর থেকে উভয় পক্ষের মধ্যে পরোক্ষ আলোচনা ভেস্তে গেছে।
হামাসের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, তারা মধ্যস্থতাকারীদের জানিয়েছে যে, হামাস যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত। তবে যেকোনো চুক্তিতে যুদ্ধের অবসান ঘটাতে হবে এবং উপকূলীয় অঞ্চল থেকে ইসরায়েলিদের প্রত্যাহার নিশ্চিত করতে হবে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি
উপকরণ
ময়দা: ২ চামচ
আটা: দেড় চামচ
চিনি: ১ চা-চামচ
ঘি: ১ চা-চামচ
তেল: ১ চা-চামচ।
প্রণালিসব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।
আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫