রংপুরের তাজহাটে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গোলাম রব্বানী (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (২৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে নগরীর গলাকাটা মোড়ে দুর্ঘটনার শিকার হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার তদন্ত ওসি মিলন পাটোয়ারী।

মারা যাওয়া গোলাম রব্বানী কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সুমন বলেন, “গোলাম রব্বানী মোটরসাইকেলে করে আসছিলেন। কুড়িগ্রাম-ঢাকা মহাসড়কের গলাকাটা নামক মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস গোলাম রব্বানীকে বহনকরা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান গোলাম রব্বানী। এঘটনায় এলাকাবাসী ঘাতক মাইক্রোবাসটিকে আটক করলেও ঘাতক চালককে আটক করা সম্ভব হয়নি।

আরো পড়ুন:

মাসুদ রুমী সেতুর টোল আদায় বন্ধের দাবিতে সড়ক অবরোধ

উখিয়ায় বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্রী নিহত

নিহতের জামাই রংপুর নগরীর হাজিরহাট এলাকার উত্তম উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা শাহজালাল মোবাইলে বলেন, “আমার শ্বশুর গতকাল বাড়িতে এসেছিলেন ছোট ছেলেকে ডাক্তার দেখানোর জন্য। আজ নগরীর জেনরেল হাসপাতালে আমার ছেলের পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট দেখিয়ে রাত ৮টার দিকে মোটরসাইকেল যোগে একাই কুড়িগ্রামের বাড়ির দিকে রওনা হন। রাত সাড়ে ৮টার দিকে ফোনে কথা হয়েছিল তার সঙ্গে।” 

তিনি বলেন, “লোকেশন জানতে চাইলে বলেছিলেন, পার্কের মোড়ের দিকে কোনো এক পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা করে আবারো রওনা হবেন। এরপর রাত সাড়ে ৯টার দিকে ফোন পেলাম দুর্ঘটনায় আমার শ্বশুর মারা গেছেন। আমার শ্বশুর গোলাম রব্বানী বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সার্জন ছিলেন।” 

রংপুর মহানগরী তাজহাট থানার ওসি (তদন্ত) মিলন পাটোয়ারী বলেন, “তাজহাট গলাকাটার মোড়ে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই আমরা। মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় গোলাম রব্বানী মারা যান। এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/আমিরুল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত গ ল ম রব ব ন

এছাড়াও পড়ুন:

প্রতিমা বিসর্জনের নৌকা থেকে আত্রাই নদে পড়ে কিশোর নিখোঁজ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় আত্রাই নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আত্রাই নদের মহাদেবপুর শিবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রণজিত হাওলাদারের ছেলে। ঘটনার পর তাকে উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনের অংশ হিসেবে প্রতিবারের মতো এবারও আত্রাই নদে প্রতিমা ভাসানোর আয়োজন করা হয়েছিল। স্থানীয় মানুষ, পরিবারের সদস্য, বন্ধুবান্ধবসহ অনেকে নৌকা নিয়ে নদীতে ঘুরছিলেন। এর মধ্যে রনি যে নৌকায় ছিল, সেটি মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছায়। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। এ সময় নৌকায় রনির সঙ্গে থাকা লোকজন দ্রুত থানা-পুলিশকে খবর দেন। পুলিশের সহযোগিতায় স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। তবে আজ সকাল ১০টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন রেজা প্রথম আলোকে বলেন, নিখোঁজ কিশোরকে দ্রুত উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা করছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তল্লাশি চলছে।

সম্পর্কিত নিবন্ধ