বোদায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
Published: 2nd, July 2025 GMT
পঞ্চগড়ের বোদায় কাভার্ডভ্যানের ধাক্কায় দিপু চন্দ্র বর্মণ (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক কামিনী রায় (১৭)।
বুধবার (২ জুলাই) দুপুরে ময়দানদিঘি-তেপুকুরিয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানটি জব্দ ও চালক আব্দুস সালামকে আটক করে।
নিহত দিপু চন্দ্র বর্মণ উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের তেপুকুরিয়া গুঞ্জন পাড়া গ্রামের বুধারু বর্মণের ছেলে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহেব আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
মাধবপুরে বাস ও পিকআপের সংঘর্ষে নিহত ১
কালনা-বেনাপোল মহাসড়কে আড়াই বছরে দুর্ঘটনায় নিহত ৪১
নিহতের পরিবারের সদস্যরা জানান, বোদা উপজেলা শহর থেকে দিপু-কামিনী মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন সড়কে ছিটকে পড়ে আহত হন।
এর মধ্যে, দিপুর অবস্থা ছিল গুরুতর। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, ‘‘ঘটনার পরপরই স্থানীয়রা কাভার্ডভ্যানটি আটকে রাখে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাভার্ডভ্যানটি জব্দ ও চালককে আটক করে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/নাঈম/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন
এছাড়াও পড়ুন:
রাজধানীর দোয়েল চত্বর থেকে অস্ত্র ঠেকিয়ে আড়াই লাখ টাকা ছিনতাই
রাজধানীর শাহবাগ দোয়েল চত্বর এলাকায় অস্ত্র ঠেকিয়ে মানিক মিয়া নামে এক ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর শ্যালক শাহ আলম বলেন, ‘দুলাভাই ঠিকাদারির পাশাপাশি ডলার কেনাবেচা করেন। বুধবার দুপুরের দিকে মতিঝিল থেকে টাকা নিয়ে ফেরার পথে ৩-৪ জন রিকশার গতিরোধ করে। তারা অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করতে বলে। না করলে মেরে ফেলার হুমকি দেয়।’
ঢাকার শাহবাগ থানার এসআই মনোজ প্রভাকর রায় বলেন, ভুক্তভোগীর কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এখনও মামলা হয়নি। ঘটনাস্থলে সিসিটিভি ছিল না; ম্যানুয়ালি তদন্ত করছি। মানিক মিয়াকে সম্ভবত মতিঝিল এলাকা থেকে অনুসরণ করা হচ্ছিল। তিনি ডলার ভাঙিয়ে নগদ টাকা নিয়ে ফিরছিলেন।