সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের অন্য লড়াই
Published: 5th, July 2025 GMT
সফরটা মাঝপথে আসতে আসতেই কি একটু ক্লান্তি ভর করল বাংলাদেশ দলের ওপর! ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ এখনো বাকি, টি–টোয়েন্টি সিরিজ তো পুরোটাই রয়ে গেছে। এখনই হতোদ্যম হলে চলবে?
দীর্ঘ সফরে যখন পরপর দুটি ম্যাচে আপনি নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো কিছু্ করতে পারবেন না, তখন আসলে সবকিছু ক্লান্তিকর মনে হতেই পারে। গলে প্রথম টেস্ট ড্র করে এসে দ্বিতীয় টেস্টে চতুর্থ দিন সকালে হেরে যাওয়া, নতুন অধিনায়কের নেতৃত্বে ওয়ানডেতে নতুন দিন শুরুর আশায় প্রথম ম্যাচ খেলতে নেমেই আরেক ধাক্কা—সব মিলিয়ে কলম্বোয় গত ১২টি দিন ঠিক স্বস্তিতে কাটাতে পারেনি বাংলাদেশ দল।
তারওপর আছে চোট, অসুস্থতা। রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে নিজেদের আত্মবিশ্বাস ধরে রাখাটাই বড় চ্যালেঞ্জ দলের জন্য। আবার এও ঠিক, সব সমস্যা অতিক্রম করে আজকের ম্যাচে ভালো কিছু হলে পাল্টে যেতে পারে দলের ক্লান্ত চেহারা।
আরও পড়ুনপ্রেমাদাসার উইকেটে কীভাবে খেলতে হবে, জানালেন তানজিদ১৫ ঘণ্টা আগেকাল প্রেমাদাসায় অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে ওপেনার তানজিদ হাসান সে আহ্বানই জানালেন সতীর্থদের, ‘এখনো আমাদের সিরিজে ফেরার সুযোগ আছে। তিন ম্যাচের সিরিজ, এক ম্যাচ হয়েছে। পরের ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি ফিরে আসতে পারি, আমরা ভালোভাবেই সিরিজে থাকব।’
মাঠের হতাশার সঙ্গে যোগ হয়েছে প্রচণ্ড গরম এবং ভাইরাসজনিত ফ্লু আর পেটের পীড়া। এবারের সফরের কলম্বো পর্বে বাংলাদেশ দলকে তাই একটু রয়েসয়েই চলতে হচ্ছে। দ্বীপদেশটিতে গরম নতুন কিছু নয়, তবে বেশ কিছুদিন থেকেই এখানে ফ্লু আর ভাইরাসজনিত পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছে মানুষ। এমনিতে এ নিয়ে গুরুতর সমস্যায় পড়তে হচ্ছে না কাউকে, তবে খেলোয়াড়দের ক্ষেত্রে এসবও বড় হয়ে দেখা দিচ্ছে।
প্রেমাদাসায় সংবাদ সম্মেলনে তানজিদ হাসান.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৩৮৭ জন হজযাত্রী নিয়ে রানওয়েতে আটকে গেল বিমান
মদীনা থেকে ৩৮৭ জন হজযাত্রী নিয়ে চট্রগ্রামে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৩৮ অবতরণের সময় রানওয়েতে আটকে গেছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে-২৩ প্রান্তে এসে যান্ত্রিক ত্রুটিজনিত কারণে এটি আটকা পড়ে। এজন্য বিমান চলাচল বন্ধ ছিল প্রায় দুই ঘণ্টা। সকাল সাড়ে ১১টায় বিমান চলাচল স্বাভাবিক হয়।
বিমানবন্দরের পাবলিক রিলেশন অফিসার ইব্রাহিম খলিলুল্লাহ সমকালকে জানান, যান্ত্রিক ত্রুটি সারিয়ে বিমানটিকে সকাল ১১টা ২০ মিনিটে রানওয়ে থেকে নিরাপদে সরিয়ে এপ্রোনে নিয়ে আসা হয়েছে। এ কারণে চট্রগ্রাম বিমানবন্দরের রানওয়ে প্রায় ২ ঘণ্টা বন্ধ ছিলো। এখন বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।
যাত্রী আব্দুর রহমান বলেন, ‘বিমানটি সৌদি আরবের মদিনা থেকে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টায় উড্ডয়ন করে। চট্টগ্রামে সকাল সোয়া ৯টায় যখন এটি অবতরণ করছিল তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বিমানটি অবতরণের পর ইউটার্ন নেওয়ার সময় রানওয়ের মাঝপথে আটকে যায়। আমরা খুব আতঙ্কিত হই তখন। প্রায় দুই ঘণ্টা পর বিমান নিরাপদ গন্তব্যে ফিরে আসে।’