চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটার) বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে এই বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে জলাবদ্ধতা হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর গতকাল সন্ধ্যার পূর্বাভাসে জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। আজ রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় (৭৬ থেকে ১০০ শতাংশ এলাকায়) এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় (৫১ থেকে ৭৫ শতাংশ এলাকায়) হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ওয়ালটন কর্পোরেট অফিসে বিশেষ অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ

দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, হোম অ্যান্ড কিচেন এবং প্রযুক্তিপণ্য ব্র্যান্ড ওয়ালটন। কর্মীবান্ধব প্রতিষ্ঠানটি নিরাপত্তার বিষয়ে সব সময়ই আন্তরিক। এর অংশ হিসেবে এবার ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির কর্পোরেট অফিসে বিশেষ অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরায় অবস্থিত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির কর্পোরেট অফিসে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের সহায়তায়, জনাব শেখ মো. গোলাম মোস্তফার ফায়ার সেইফটি ম্যানেজমেন্ট, ইএইচএস বিভাগের সঞ্চালনায় ‘অগ্নিনির্বাপন, জরুরি উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা’ বিষয়ক এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রাজু আহমেদ, স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত এবং স্টেশন অফিসার মো. মোজাহারুল। এতে ওয়ালটন কর্পোরেট অফিসের সকল স্তরের ৪০ জন কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির কর্পোরেট অফিসের প্রশাসন বিভাগের প্রধান মোঃ কুদরত মোল্যা প্রশিক্ষণের উদ্বোধন করেন এবং উপস্থিত সকলের উদ্দেশে বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে ওয়ালটন গ্রুপ নিয়মিত অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করে। উক্ত প্রশিক্ষণে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রম সম্পর্কে ধারণা, অগ্নি প্রজ্জ্বলন, নির্বাপন পদ্ধতি, আগুনের বিস্তার, প্রতিরোধ ব্যবস্থা, জরুরি বহির্গমণ, জরুরি উদ্ধার, প্রাথমিক চিকিৎসা, রোগী পর্যবেক্ষণ, পোড়া, ক্ষত, হাড় ভাঙ্গা চিকিৎসা, ব্যান্ডেজ, সিপিআর (কার্ডিও পালমোনারী রিসাসিটেশন) বিষয়ে উপস্থাপনা এবং শেষে ফায়ার এক্সটিংগুইসার, ফায়ার হাইড্রেন্ট ব্যবহার করে অগ্নি নির্বাপনের উপায় দেখানো হয়। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ