তিন বিভাগে ভারী বৃষ্টি ও পাহাড়ি এলাকায় হতে পারে ভূমিধস
Published: 5th, July 2025 GMT
চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটার) বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে এই বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে জলাবদ্ধতা হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর গতকাল সন্ধ্যার পূর্বাভাসে জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। আজ রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় (৭৬ থেকে ১০০ শতাংশ এলাকায়) এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় (৫১ থেকে ৭৫ শতাংশ এলাকায়) হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ব্রাজিলের মডেল ২২বার ভোট দিয়েছেন ভারতের বিধানসভা নির্বাচনে: রাহুল গান্ধী
কখনো সীমা, কখনো সুইটি, কখনো আবার সরস্বতী! ভোটার তালিকায় ভিন্ন ভিন্ন নাম। তবে সব নামের পাশে এক জনেরই ছবি। কে সেই রহস্যময়ী নারী? কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতার রাহুল গান্ধীর দাবি, ওই ছবি ব্রাজ়িলের এক মডেলের। বুধবার দিল্লিতে সংবাদ সম্মেলনে হরিয়ানা বিধানসভা নির্বাচনে ভোটচুরির অভিযোগ তুললেন তিনি।
২০২৪ সালে হরিয়ানায় বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় আসে বিজেপি। রাহুলের অভিযোগ, ভোটচুরি করে সেই নির্বাচন জিতেছে পদ্মশিবির। শুধু অভিযোগ তোলেননি, সঙ্গে উদাহরণও দিয়েছেন তিনি। তার দাবি, হরিয়ানার ভোটার তালিকায় এক ব্রাজ়িলিয়ান মডেলের ছবি ভিন্ন ভিন্ন নামের সঙ্গে ব্যবহার করা হয়েছে। অন্তত ২২টি ‘ভুয়া’ ভোটার কার্ডে ওই মডেলের ছবি ব্যবহার করে ‘জালিয়াতি’ করেছে বিজেপি।
কংগ্রেস নেতার দাবি, হরিয়ানায় দুই কোটি ভোটার। তার মধ্যে ২৫ লাখই ভুয়া! সেই হিসাবে হরিয়ানার মোট ভোটারের প্রায় ১২ শতাংশই জাল। বিজেপি সেই ভুয়া ভোটার কাজে লাগিয়ে হরিয়ানায় জিতেছে।
তার ভাষ্য, “হরিয়ানার বিধানসভা ভোটে বড় জালিয়াতি হয়েছে।”
রাহুলের অভিযোগ, গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট করতে বিজেপি ‘পরিকল্পিত’ কৌশল নিয়েছিল হরিয়ানায়। আর সবটাই জানত নির্বাচন কমিশন।
তিনি বলেন, “কংগ্রেসকে হারাতে হরিয়ানায় বিজেপি কমিশনের সঙ্গে আঁতাঁত করেছিল। হরিয়ানার বিধানসভা নির্বাচনের প্রায় সব বুথফেরত সমীক্ষায় নিশ্চিতভাবে বলা হয়েছিল কংগ্রেস জিতছে। কিন্তু ফলপ্রকাশের পর দেখা গেল পুরো উল্টা ছবি। এটা কী ভাবে সম্ভব?”
এর কারণ ব্যাখ্যা করে রাহুল বলেন, “হরিয়ানার ইতিহাসে প্রথম বার পোস্টাল ব্যালটগুলি প্রকৃত ভোটের সঙ্গে মেলেনি।”
ঢাকা/শাহেদ