৫০ রিয়ালের নতুন মুদ্রা চালু করল হুতিরা
Published: 13th, July 2025 GMT
ইয়েমেনের হুতি গোষ্ঠী ৫০ রিয়াল মূল্যের নতুন একটি ধাতব মুদ্রা জারি করার ঘোষণা দিয়েছে। রবিবার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনের বার্তা সংস্থা সিনহুয়া।
প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত হুতি-নিয়ন্ত্রিত কেন্দ্রীয় ব্যাংকের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে শনিবার আল-মাসিরাহ টিভি জানায়, রবিবার থেকে ৫০ রিয়াল মূল্যের একটি নতুন ধাতব মুদ্রা বাজারে আনা হবে। কাগজের মুদ্রার অবনতিশীলতার ক্রমবর্ধমান সমস্যা মোকাবিলার লক্ষ্যে এই পদক্ষেপ।
কাগজের মুদ্রার প্রধান সমস্যা হলো এর মূল্য হ্রাস পাওয়ার সম্ভাবনা, যা বিভিন্ন কারণে হতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো হলো অতিরিক্ত মুদ্রণ, মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক অস্থিরতা। এছাড়া, কাগজের মুদ্রা জাল হওয়ারও ঝুঁকি থাকে, যা অর্থনীতিকে দুর্বল করে দেয়।
ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংক বলছে, নতুন মুদ্রা বাজারে আনার লক্ষ্য ক্ষতিগ্রস্ত ব্যাংক নোট প্রতিস্থাপন ও ধাতব মুদ্রার মান উন্নত করা।
ব্যাংক দাবি করেছে, এই প্রবর্তনের ফলে মোট অর্থ সরবরাহ বা বিনিময় হার প্রভাবিত হবে না।
সিনহুয়ার প্রতিবেদন বলছে, দেড় বছরেরও কম সময়ের মধ্যে উত্তর ইয়েমেনের স্থানীয় বাজারে হুতি গোষ্ঠী কর্তৃক এটি দ্বিতীয় নতুন মুদ্রা জারি করা হলো। এর আগে ২০২৪ সালের মার্চ মাসে হুতি গোষ্ঠী ১০০ রিয়াল মূল্যের একটি নতুন ধাতব মুদ্রা বাজারে ছাড়ে, যা দক্ষিণ ইয়েমেনের বন্দর শহর আদেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার প্রত্যাখ্যান করে।
হুতিরা তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের নোট প্রবেশ নিষিদ্ধ করেছে।
২০১৪ সালের শেষের দিকে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুতি গোষ্ঠী উত্তর ইয়েমেনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করছে। বিশেষ করে, দেশটির রাজধানী সানা এবং লোহিত সাগরের উপকূলরেখাও তাদের নিয়ন্ত্রণে আছে। হুতি গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে আনসারুল্লাহ (আল্লাহর পক্ষে) নামে পরিচিত।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে মাস্ক পানি বিতরণ
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) আগত রোগীদের মাঝে পানি ও মাস্ক বিতরণ করেছে ৪র্থ শ্রেনী সরকারি কর্মচারি কল্যান সমিতি। রোববার সকালে বিতরণ করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউছার আশা।
জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদদের রুহের মাগফেরাত, সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর হাসপাতালে আগত রোগীদের মাঝে পানি ও মাস্ক বিতরণ করা হয়।
বিতরণে ৪র্থ শ্রেনী সরকারি কর্মচারি কল্যান সমিতির নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) শাখার সভাপতি মোঃ সাউদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) আবাসিক মেডিকেল অফিসার ডা: জহিরুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক সুজন মাহমুদ, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনসুর উদ্দিন পলিন, ১৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ শফিউদ্দিন সোহেল, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বেপারী, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবকদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নাসির মিয়া।