বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দিন বলেছেন, “বিএনপি এমন একটি দল, যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত। যে কোনো সময় নির্বাচন আদায়ের জন্য জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামার জন্যও প্রস্তুত। আমাদের দুই দিকেই প্রস্তুতি রয়েছে।”

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সাভার উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলি এলাকায় আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সুতিপাড়া ইউনিয়ন বিএনপির প্রয়াত সভাপতি ফটো মিয়ার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

তমিজ উদ্দিন বলেন, “বিএনপি নির্বাচনমুখী দল, গণ রায়কে সম্মান করে। গত ১৭ বছর আমাদের দলের অনেকে শহীদ হয়েছেন, অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। লাখ লাখ মামলায় আমরা আসামি হয়েছি। বহু নেতাকর্মী জেল খেটেছে। একটাই উদ্দেশ্য ছিল, গণতন্ত্র পুনরুদ্ধার করা।”

আরো পড়ুন:

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির আরো একটি কার্যালয় ভাঙচুর

মাইলস্টোন দুর্ঘটনা নিয়ে আ.

লীগ অপরাজনীতি শুরু করেছে: এ্যানি

তিনি বলেন, “জনগণ তার ভোট দেবে, যাকে খুশি তাকে দেবে। জনগণের ভোটে যিনি নির্বাচিত হবেন, তিনিই ক্ষমতায় যাবেন। এটাই বিএনপির মূল আদর্শ আপনারা জানেন। আজকেও বিএনপি সেই আদর্শে অটল রয়েছে। আপনারা দেখছেন, আমরা যে নতুন নির্বাচনের সুযোগ পেয়েছি, এটা নিয়েও কিছু বিভ্রান্তি সৃষ্টির সুযোগ খুঁজছে একটি গোষ্ঠী।”

স্মরণ সভায় ধামরাই উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রাকিবুর রহমান ফরহাদ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ও যুবদল নেতা রেজোয়ানুর রহমান রবিন উপস্থিত ছিলেন। সুতিপাড়া ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহসভাপতি আব্দুল বাছেদ সভায় সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনা করেন ধামরাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম।

ঢাকা/সাব্বির/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ প রস ত ত

এছাড়াও পড়ুন:

জুলাই সনদ বাস্তবায়ন ইস্যু সমাধান আলোচনার টেবিলেই সম্ভব: সালাহউদ্দ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘‘জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুর সমাধান আলোচনার টেবিলেই সম্ভব।’’

তিনি মনে করেন, আলোচনার মাধ্যমেই সমাধান এলে যেকোনো অসাংবিধানিক প্রক্রিয়া ঠেকানো যাবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘আগামী নির্বাচনকে যদি অনিশ্চিত করা হয় বা বিলম্বিত করা হয়, তাহলে তার সুযোগ নেবে ফ্যাসিবাদী বা অসাংবিধানিক শক্তি। এর পরিণতি জাতি অতীতে বহুবার ভোগ করেছে। আমরা আবার সে পরিস্থিতি চাই না।’’

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে পৃথক এক প্রশ্নে তিনি বলেন, ‘‘সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতেই সাংবিধানিকভাবে এই সরকার গঠিত হয়েছে। রাষ্ট্রপতির রেফারেন্সে দেওয়া সেই মতামত এখনো বহাল আছে। এর বিপরীতে সুপ্রিম কোর্ট কোনো সিদ্ধান্ত দেয়নি। তাই এ বিষয়ে প্রশ্ন তোলা আসলে রাজনৈতিক বক্তব্য, এর কোনো আইনি ভিত্তি নেই।’’

সালাহউদ্দিন আহমদ আরো বলেন, ‘‘যেকোনো সাংবিধানিক আদেশ জারি হলে তা আগামীকাল বা পরশু চ্যালেঞ্জ হতে পারে। আমরা এমন খারাপ নজির জাতির সামনে আনতে চাই না। তাই সমাধানের বিকল্প প্রস্তাব উত্থাপন করেছি। সবাইকে বিবেচনায় নিতে আহ্বান জানাচ্ছি।’’

পিআর পদ্ধতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘‘রাজনৈতিক দলের আন্দোলনের অধিকার আছে। তবে পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার বিষয় নয়, শেষ পর্যন্ত জনগণই সিদ্ধান্ত নেবে।’’

তিনি সতর্ক করে বলেন, ‘‘পিআর পদ্ধতিতে ঝুলন্ত পার্লামেন্টের ঝুঁকি থেকে যায়। তাতে রাষ্ট্র ও জনগণের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব হয় না। আমরা অনিশ্চিত ভবিষ্যতের দিকে যেতে পারি না।’’

সালাহউদ্দিন আহমদ আরো বলেন, ‘‘জনগণই হলো সর্বোচ্চ কর্তৃপক্ষ। এই দেশের জনগণ মুক্তিযুদ্ধের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং বারবার গণতন্ত্রকে সংকট থেকে উদ্ধার করেছে।’’

আগামী সংসদে কিছু মৌলিক বিষয়ে সংশোধনের পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি বলেন, ‘‘আমরা কিছু বিষয়ে ইতোমধ্যে একমত হয়েছি। তবে, ঐকমত্য কমিশনের সনদের ভেতরে যেসব পরিবর্তন হবে, সেগুলোতে অবশ্যই গণভোট নিতে হবে।’’

ঢাকা/আসাদ/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাই সনদ বাস্তবায়ন ইস্যু সমাধান আলোচনার টেবিলেই সম্ভব: সালাহউদ্দ
  • জুলাই সনদের বাস্তবায়নে দেরি হলে জনগণ আবারও রাস্তায় নামবে: জামায়াত নেতা রফিকুল
  • বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐকমত্য না হলে গণভোট ছাড়া উপায় নেই: এবি পার্টি
  • রোহিঙ্গা সমস্যায় রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে হবে
  • হুংকার দিয়ে জাতীয় নির্বাচন ঠেকান যাবে না: জাহিদ হোসেন
  • মাঠের জবাব মাঠে দেওয়া হবে: সালাহউদ্দিন 
  • জামায়াত কীভাবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তোলে: আনিসুল ইসলাম মাহমুদ
  • জুলাই সনদ নিয়ে যেসব বিষয় বিবেচনায় রাখতে হবে
  • ফরিদপুরে সীমানা নিয়ে ডিসির চিঠি, এলাকাবাসীর ৫ দাবি
  • জামায়া‌তের তিন‌ দি‌নের কর্মসূচি ঘোষণা