কম্বোডিয়ার সঙ্গে সংঘাত যুদ্ধে রূপ নিতে পারে, সতর্ক করল থাইল্যান্ড
Published: 25th, July 2025 GMT
থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্ত সংঘাত যুদ্ধে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই। আজ শুক্রবার ব্যাংককে সাংবাদিকদের এ কথা বলেছেন তিনি।
সীমান্ত নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার বিরোধ দীর্ঘ দিনের। এই বিরোধের জেরে গতকাল বৃহস্পতিবার দুই দেশের মধ্যে সংঘাত শুরু হয়। যুদ্ধবিমান, কামানের গোলা, ট্যাংক ও স্থলসেনাদের নিয়ে লড়াইয়ে নেমেছেন দুই দেশের সেনারা। এই সংকট নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ শুক্রবার জরুরি বৈঠক করবে।
সংঘাতের মধ্যে সীমান্তে কম্বোডিয়ার ভূখণ্ড থেকে কামানের গোলার বিস্ফোরণের শোনা যাচ্ছে। থাইল্যান্ডের হামলায় কম্বোডিয়ার সীমান্তবর্তী ওদ্দার মিনচে প্রদেশে ৭০ বছরের একজন বৃদ্ধ নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, সীমান্ত এলাকা থেকে ১ লাখ ৩৮ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সংঘাত শুরুর পর এ পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৪ জন বেসামরিক মানুষ ও একজন সেনাসদস্য রয়েছেন। এ ছাড়া ৪৬ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ১৫ জন সেনাসদস্য।
থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই বলেন, ‘আমরা যেহেতু প্রতিবেশী দেশ, তাই সমঝোতার চেষ্টা করেছি। কিন্তু এখন আমরা থাই সেনাবাহিনীকে জরুরি পরিস্থিতি দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে বলেছি।’ তিনি আরও বলেন, ‘পরিস্থিতি যদি আরও খারাপ হয়, তাহলে এটি যুদ্ধে রূপ নিতে পারে। তবে এখন পর্যন্ত এটি সংঘর্ষের মধ্যে সীমাবদ্ধ আছে।’
থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, সীমান্ত এলাকা থেকে ১ লাখ ৩৮ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সংঘাত শুরুর পর এ পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন।এএফপির সাংবাদিকেরা বলেছেন, সংঘর্ষ শুরু হওয়ার পর তাঁরা কম্বোডিয়ার সামরোং শহর থেকে বাসিন্দাদের মালপত্র নিয়ে গাড়িতে করে দ্রুত এলাকা ছাড়তে দেখেছেন। সীমান্ত থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে শহরটির অবস্থান।
নিরাপদ আশ্রয়ের খোঁজে স্ত্রী-সন্তানদের নিয়ে একটি বৌদ্ধমন্দিরের দিকে যাচ্ছিলেন ৪১ বছর বয়সী প্রো বাক। এএফপিকে তিনি বলেন, ‘আমি সীমান্তের খুব কাছেই থাকি। আমরা খুব ভয় পেয়েছি। কারণ, আবার ভোর ৬টার দিকে গুলি শুরু হয়েছে।’ তিনি আরও বলেন, ‘জানি না, কবে ঘরে ফিরতে পারব।’
আরও পড়ুনথাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে আবার সংঘর্ষ, নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আজ১২ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কম ব ড য় র হয় ছ ন
এছাড়াও পড়ুন:
কর্মদিবসের শেষ দিনে প্রধান শিক্ষকের মৃত্যু
চাকরি জীবনের শেষ কর্মদিবসে সিরাজগঞ্জের রায়গঞ্জে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ফজলুর রহমান (৬০) নামের এক প্রধান শিক্ষক।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপজেলার ব্রহ্মগাছা ক্লাস্টারের হামিন দামিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আরো পড়ুন:
জাবি অধ্যাপককে হুমকি গণতান্ত্রিক চেতনার পরিপন্থি: ইউট্যাব
টুঙ্গিপাড়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন
ফজলুল করিম ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। তিনি রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মীরের দেউলমুরা এলাকার বাসিন্দা। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নিহত ফজলুর করিমের শেষ কর্মদিবস ছিল। বিকেলের দিকে বিদ্যালয়ের ওয়াশরুমে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে রাস্তার মাঝেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
রায়গঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, “চাকরি জীবনে তিনি একজন সৎ, শান্ত ও ভালো মনের মানুষ ছিলেন। তার মৃত্যুতে আমাদের জন্য গভীর শোকের।”
রায়গঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন বলেন, “একজন দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন। চাকরির শেষ দিনে তার এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। শিক্ষা পরিবার একজন ভালো মানুষকে হারাল। তার মৃত্যুতে উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একইসঙ্গে শিক্ষকবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।”
ঢাকা/রাসেল/মেহেদী