২৫ বছরের অভিনয় ক্যারিয়ার: ৫ হাজার টাকার জন্য দরকষাকষি করেন শিখা
Published: 26th, July 2025 GMT
অভিনেত্রী শিখা মৌ, টেলিভিশনের পর্দায় নিয়মিত মুখ। অভিনয়ের মধ্যে দিয়েই কেটে গেছে জীবনের একটা বড় সময়। সংসার, সন্তান আর ক্যামেরার সামনে-পর্দার পেছনের সংগ্রাম, সবকিছু মিলিয়ে যেন এক জীবন্ত উপন্যাস তার জীবন।
মাত্র অষ্টম শ্রেণিতে থাকতেই বিয়ে হয়েছিল শিখার। স্বামীকে হারিয়েছেন বহু আগে, প্রায় ২৬ বছর হয়ে গেল। তখন অনার্সে পড়তেন। তিন সন্তানের মা; দুই ছেলে, এক মেয়ে। ছেলেরা বিয়ে করে আলাদা হয়েছে। এখন মেয়েকে নিয়েই তার দিন কাটে।
শুধু সংসার নয়, নিজের স্বপ্নকেও আগলে রেখেছেন শিখা মৌ। অভিনয়কে ভালোবেসে নাগরিক নাট্যাঙ্গনে থিয়েটার দিয়ে শুরু করেছিলেন যাত্রা। টেলিভিশন নাটক থেকে সিনেমা—সবখানেই কাজ করেছেন নিষ্ঠা আর শ্রম দিয়ে। তবু আজো তাকে ৩ হাজার, ৫ হাজার টাকার জন্য দরকষাকষি করতে হয়!
আরো পড়ুন:
আমার জীবনে ভুল বলে কিছু নেই: জয়া আহসান
যিনি ‘মীনা পাল’, তিনিই ‘কবরী’
শিখা মৌ বলেন, “৫ হাজার টাকা চাইলে অনেকে ভাবেন অনেক চেয়ে ফেলেছি। অথচ নতুনরাও কত টাকা নিচ্ছে! আমি তো চাইলেই চাইতে পারি, ২৫ বছর তো হয়ে গেল। কিন্তু ভাবি, সবাই যাতে আমার সঙ্গে কাজ করতে পারে—এজন্য রেমুনারেশন বাড়াই না।”
চোখে জল এনে দেওয়া কণ্ঠে বলেন, “কেউ অসুবিধার কথা বললে বলি—ঠিক আছে বাবা, যা পারো দিও। আমি তো এখন একা। আমার ইনকাম বলতে অভিনয়টাই।”
তবে হাল সময়ে কাজ একেবারে কমে গেছে। গত আড়াই মাসে মাত্র তিন-চারটি কল পেয়েছেন। তার ওপর আবার পারিশ্রমিক নিয়ে সমস্যা লেগেই আছে। তবু থেমে থাকেননি তিনি। বেঁচে থাকার জন্য শিখা লড়াইটা চালিয়ে যাচ্ছেন নীরবে।
মায়ের সহযোগিতায় পড়াশোনা, থিয়েটার আর টিউশনি করেছেন একসঙ্গে। পাশাপাশি শাড়ি ডিজাইন করে সেল করেছেন, বুটিকের কাজ করেছেন। জীবনের নানা চড়াই-উৎরাই পেরিয়েও কাউকে কষ্ট দেননি, নিজের অভাবের কথা বলে সাহায্য চাননি। শিল্পী সমিতি থেকেও কখনো কোনো সহযোগিতা নেননি এই অভিজ্ঞ অভিনেত্রী।
তার ভাষায়, “আমি সিঙ্গেল মাদার; ডিভোর্সি না, বিধবা। কেউ কি ভাবেন, একজন সিঙ্গেল মা কত টাকা ইনকাম করতে পারে?”
শিখা মৌ অভিনীত সিনেমার তালিকাও ছোট নয়। ‘মিশন এক্সট্রিম’, ‘ছায়াবৃক্ষ’, ‘লকডাউনের ভালোবাসা’, ‘মন বোঝে না’, ‘সোলমেড’, ‘লিডার: আমিই বাংলাদেশ’ শিরোনামের সিনেমায় তাকে দেখা গেছে। মুক্তির অপেক্ষায় আছে ‘জমজ ভূতের গল্প’।
ঢাকা/রাহাত/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট