‘হিলি বন্দরের গুদামে গুদামে চাল মজুত, দামে ঊর্ধ্বগতি’ শিরোনামে গত ২৫ জুন (বুধবার) দেশের শীর্ষস্থানীয় জনপ্রিয় নিউজ পোর্টাল রাইজিংবিডিতে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে খাদ্য মন্ত্রণালয় ও দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা প্রশাসন। 

পরে উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার হিলির বিশিষ্ট ব্যবসায়ী হাকিম মন্ডলের গুদামে অভিযান পরিচালনা করেন। 

অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতের দায়ে ৫ কোটি ৩৩ লাখ টাকার চাল, ডাল ও ধান জব্দসহ তিনটি গুদাম সিলগলা করে দেন। একইসঙ্গে হাকিম মন্ডলসহ তার ম্যানেজারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। 

সেই মামলায় জামিন নিতে গেলে জামিন নামঞ্জুর করে হাকিম মন্ডলকে জেলহাজতে পাঠান জেলা দায়রা জজ আদালত।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে বিষয়টি জানিয়েছেন হাকিমপুর (হিলি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।

ওসি নাজমুল হক জানান, গত ২৮ জুন অবৈধভাবে চাল-ডাল ও ধান মজুত করার অপরাধে হাকিম মন্ডলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো.

সোহেল আহমেদ। ঐ মামলায় দিনাজপুর আদালতে জামিন নিতে গেলে জামিন নামঞ্জুর করে হাকিম মন্ডলকে জেলহাজতে পাঠান দায়রা জজ আদালত।

ঢাকা/মোসলেম/এস 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হ ক ম মন উপজ ল

এছাড়াও পড়ুন:

সকালে এক গ্লাস নাকি চার গ্লাস পানি পান করা ভালো

সকালে খালি পেটে পানি পান করলে অনেক বেশি উপকার পাওয়া যায়, একথা আমরা সবাই জানি। কিন্তু কত গ্লাস পানি পান করা ভালো সে কথা জানেন?  সেই প্রসঙ্গে আসছি, তার আগে বলে নেই সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে পানি পান করলে  ঠিক কোন কোন উপকার পাওয়া যায়।  অল্প কিছু বিষয় মেনে চললে সকালে খালি পেটে পানি পান করে সুস্থ-সবল থাকার পথে একধাপ এগিয়ে যেতে পারেন। জেনে নিনি বিস্তারিত—

এক. সকালে পানি পান করলে পাকস্থলী পরিষ্কার হয়। এই অভ্যাস অনেক রোগের ঝুঁকি কমায়। পরিপাকক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে। সকালে খালি পেটে পানি পান করলে হজমশক্তি বাড়ে। আর এটা তো জানা কথা, হজমশক্তি ভালো হলে অনেক স্বাস্থ্য সমস্যাই দূর হয়।

আরো পড়ুন:

যেসব স্বাস্থ্যকর অভ্যাস জীবন বদলে দিতে পারে

লিভার ডিটক্সিফিকেশনের জন্য সাপ্লিমেন্ট খাওয়া কী জরুরি?

দুই. সকালে খালি পেটে  পর্যাপ্ত পানি পান করলে ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে। রক্ত থেকে ‘টক্সিন’ বা বিষাক্ত নানা উপাদান দূর করে পানি।নতুন রক্ত কোষ এবং পেশি কোষ জন্মানোর প্রক্রিয়ায় সহায়তা করে।

তিন. খালি পেটে পানি পান করলে ওজনও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

যেভাবে পুরোপুরি সুফল পাবেন

বিশেষজ্ঞরা বলেন, সকালে পানি পান করার পারেই খাবার গ্রহণ করা উচিত নয়।

মনে রাখবেন,  প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করেই অনেক উপকার পেতে পারেন। আরও ভালো ফলাফল পেতে প্রতিদিন সকালে গড়ে চার গ্লাস পানি (প্রায় এক লিটার) পানি পান করতে পারেন।

প্রথম দিকে এই অভ্যাস গড়ে তুলতে একটু সমস্যা হতে পারে। তবে চেষ্টা করলে  এটা অনেক কিছুদিনের মধ্যে এই অভ্যাস আয়ত্বে চলে আসবে। এবং এর নানা উপকারিতাও বুঝতে পারবেন।

সূত্র: ওয়েবএমডি

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ