আধা ঘণ্টার বেশি মোবাইল দেখার সুযোগ নেই, ক্ষুব্ধ সন্ন্যাসীরা
Published: 13th, August 2025 GMT
আধা ঘণ্টার বেশি মোবাইল দেখার সুযোগ নেই।– এই যখন অবস্থা তখন বৌদ্ধমঠের অনেক সন্ন্যাসী মেনে নিতে পারছেন না। একে একে তিরিশ জন সন্নাসী মঠ ছেড়ে চলে গিয়েছেন। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই ঘটনাটি ঘটেছে চীনের হেনান প্রদেশের শাওলিন বৌদ্ধ মন্দিরে।
পাহাড়ের চূড়ায় প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অবস্থিত এই মন্দিরে আসা সন্ন্যাসীরা ধর্মী চর্চার পাশাপাশি মার্শাল আর্ট ও বৌদ্ধদের নিজস্ব সংস্কৃতি চর্চা করে থাকেন।
চলতি বছরের, ২৯ জুলাই মঠের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন ৫৯ বছর বয়সি শি ইয়িনল। তিনি দায়িত্ব গ্রহণের পরেই মন্দিরের সন্ন্যাসীদের জন্য ডেইলি রুটিন ঠিক করে দেন। সেখানে সারাদিনে মোবাইলের স্ক্রিন টাইম কমিয়ে ৩০ মিনিট ধার্য করা হয়। এই নিয়ম অনুযায়ী, সন্ন্যাসীদের ভোর সাড়ে চারটায় প্রার্থনায় যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। দিনের বাকি সময়টা কৃষিকাজ ও জেন মার্শাল আর্ট অনুশীলন করার জন্য ধার্য করা হয়েছে। আরও বলা হয় যে, সন্ন্যাসীদের মোবাইল ফোন সারাদিনের জন্য স্টোররুমে জমা রাখতে হবে। দিনের নির্দিষ্ট আধঘন্টা ছাড়া ফোন হাতে পাওয়ার কোনো সুযোগ থাকবে না। আর এতেই চটেছেন বৌদ্ধ ভিক্ষুকেরা।
আরো পড়ুন:
সকালে ঘুম ভাঙতে চায় না? তিনটি নিয়ম মেনে চলুন
বৃষ্টিদিনে চুলের যত্নে করণীয়
জানা গেছে, ৩০ জনেরও বেশি সন্ন্যাসী শাওলিন বৌদ্ধ মন্দির ছেড়ে চলে গেছেন। বিশেষ করে খাদ্যাভাসে কঠিন নিয়ন্ত্রণ ও অতিরিক্ত কাজের চাপ মেনে নিতে পারছিলেন না তারা। এর মধ্যে সারাদিনের মধ্যে তিরিশ মিনিট ফোন চালানোর নির্দেশনা তাদেরকে আরও চাপে ফেলেছে।
উল্লেখ্য, এর আগে অধ্যক্ষ শি ইয়ংজিন আর্থিক দুর্নীতি ও যৌন অসদাচরণের জন্য অভিযুক্ত হন। তিনি এখন বিচারাধীন রয়েছেন।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র জন য মন দ র
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ