ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে উপদেষ্টার পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আগামী নির্বাচনে অংশ নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ইঙ্গিত দেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যাদের রাজনীতি করার ইচ্ছা আছে বা সামনে নির্বাচন করার পরিকল্পনা আছে, তাদের নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়। এতে নির্বাচন নিরপেক্ষ হবে।

তিনি স্পষ্ট করেন, নির্বাচনকালীন বলতে আমি বুঝিয়েছি, তফসিল ঘোষণার পরবর্তী সময়কে। অন্য কোনো সরকার বোঝাইনি। আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন, আমরা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিতে চাই। সেজন্যই আমার এ অভিমত।

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার বিষয়ে তিনি বলেন, এটা এখনই ধরে নেওয়া উচিত না। বিবেচনা করব।

অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার পদত্যাগের পর শূন্য পদ পূরণের বিষয়ে তিনি বলেন, এ সিদ্ধান্ত সরকারের উচ্চপর্যায় থেকে আসবে। 

তবে, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদ ছাড়ার বিষয়ে তিনি ‘মোটামুটি নিশ্চিত’ বলে জানিয়েছেন।

ঢাকা/এএএম/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট তফস ল সরক র

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ