পাকিস্তানের সাবেকই দোয়া করছেন, এশিয়া কাপে ভারত যেন পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়
Published: 15th, August 2025 GMT
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গত মঙ্গলবার শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২–১ ব্যবধানে হেরেছে পাকিস্তান। শেষ ম্যাচে ২০২ রানের হারে বেরিয়ে এসেছে পাকিস্তান দলের হতশ্রী অবস্থা।
এমন দল ভারতের মুখোমুখি হলে কী হতে পারে, তা ভেবেই যেন ভয় পাচ্ছেন বাসিত আলী। পাকিস্তানের সাবেক এই ব্যাটসম্যান ‘দ্য গেম প্ল্যান’ ইউটিউব চ্যানেলে বলেছেন, এশিয়া কাপে ভারত যেন পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়, সেই দোয়া করছেন তিনি।
আরও পড়ুনব্যাটে–বলে বিবর্ণ সাকিব, হারে শুরু অ্যান্টিগার১ ঘণ্টা আগেওয়েস্ট ইন্ডিজে প্রথম ওয়ানডে জিতলেও শেষ দুই ম্যাচে পারেনি পাকিস্তান। শেষ ম্যাচে ২৯৪ রান তাড়া করতে নেমে ৯২ রানে অলআউট হয় মোহাম্মদ রিজওয়ানের দল। গত ৫০ বছরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটাই পাকিস্তানের সর্বনিম্ন স্কোর। দলের শীর্ষ চার ব্যাটসম্যানের মধ্যে তিনজনই শূন্য রানে আউট হন।
‘দ্য গেম প্ল্যান’ ইউটিউব চ্যানেলে বাসিত তাই একটু খোঁচার সুরেই বলেছেন, ‘আমি দোয়া করি, এশিয়া কাপে ভারত যেন আমাদের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়, ঠিক যেভাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে করেছে। তারা এত মার দেবে যে তা ভাবাও যায় না।’
পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান বাসিত আলী.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের কাছে হারের কারণ ব্যাখ্যায় যা বললেন রশিদ খান
এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশের কাছে হারল আফগানিস্তান। কাল শারজাতে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছে রশিদ খানের দল। এই হারে দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগকেই দুষছেন আফগান অধিনায়ক রশিদ খান।
আফগানিস্তানের ১৫১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটি তুলেছে ১০৯ রান। তখন জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু আচমকাই বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামে। ১১.৪ ওভার থেকে ১৫.৪ ওভারের মধ্যে ২৪ বলে বাংলাদেশ ৯ রানে ৬ উইকেট হারালে ম্যাচে ফেরে আফগানিস্তান। কিন্তু এভাবে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা।
আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় ভূমিকা ছিল রশিদের। ১৮ রানে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। এর মধ্য দিয়ে দারুণ এক কীর্তিও গড়েন তিনি। অধিনায়ক হিসেবে এ নিয়ে পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট নিলেন রশিদ।
টেস্ট খেলুড়ে দেশগুলোর অধিনায়কদের মধ্যে টি–টোয়েন্টিতে আর কোনো অধিনায়ক এতবার ইনিংসে ৪ উইকেট নিতে পারেননি। বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা দুবার করে ইনিংসে ন্যূনতম ৪ উইকেট নিয়েছেন।
কাল ৪ উইকেট নিয়েছেন রশিদ