ঝিনাইদহে প্রতিমা ভাঙচুর, একজনকে আটক
Published: 23rd, September 2025 GMT
ছবি: সিসিটিভি থেকে নেওয়া
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জামালপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুর, আটক ১
জামালপুরের সরিষাবাড়ীতে তাড়িয়াপাড়া শ্রী শ্রী কালীমাতা মন্দির ও দুর্গা মন্দিরের সাতটি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে সরিষাবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের তাড়িয়াপাড়ার এলাকায় এই ঘটনা ঘটে।
প্রতিমা ভাঙচুরের অভিযোগে হাবিবুর রহমান (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। হাবিবুর রহমান পৌরসভার শিমলাপল্লী গ্রামের সোহরাব মিস্ত্রির ছেলে।
পুলিশ ও মন্দির কমিটি জানায়, তাড়িয়াপাড়া মন্দিরে প্রতিবছরের মতো এবারও পূজা অনুষ্ঠিত হবে। এজন্যে তৈরি করা হয়েছিল প্রতিমা। পূজার সকল আয়োজন শেষ করে প্রতিমা নির্মাণ শিল্পীদের বিদায় দেয় কর্তৃপক্ষ।
শনিবার গভীর রাতে হঠাৎ মন্দিরের একজন ঢুকে সাতটি প্রতিমার মাথাসহ বিভিন্ন অংশ ভেঙে দিয়ে চলে যায়। রবিবার সকালে মন্দিরে ঢুকে সকল প্রতিমা ভাঙা দেখতে পান মন্দির কমিটির লোকজন।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত হাবিবুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করে।
তাড়িয়াপাড়া মন্দির কমিটির সভাপতি গয়েশ চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক সীতল চন্দ্র বর্মন বলেন, ‘‘রবিবার শুভ মহালয়া দিনে মন্দিরে এসে সকল প্রতিমা ভাঙা দেখতে পেয়ে পুলিশকে খবর দেই। পুলিশ সিসি টিভি ফুটেজ দেখে একজনকে গ্রেপ্তার করে।”
এ ব্যাপারে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল-মামুন জানান, প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করা হয়। এ ঘটনায় অভিযোগে হাবিবুর রহমান নামে একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। এই ঘটনার পিছনে কারো কোন ইন্ধন আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঢাকা/শোভন/এস