‘সাবা’: মায়ের হুইলচেয়ারের পাশে মেয়ের লড়াই
Published: 24th, September 2025 GMT
২৬ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মেহজাবীন অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘সাবা’। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইতিমধ্যেই মুক্তির দিনক্ষণ চূড়ান্ত করেছে। মুক্তির আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে এক আড্ডায় উপস্থিত ছিলেন ছবির পরিচালক মাকসুদ হোসেন ও ছবির প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পরিবার নিয়ে ছবিটি দেখার পরামর্শ দিয়েছেন মেহজাবীন। জানিয়েছেন, মা–মেয়ের গল্পে মানুষের আবেগ ছুঁয়ে যাবে।
মেহজাবীন চৌধুরী.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম হজ ব ন
এছাড়াও পড়ুন:
কক্সবাজারে ৪০ হাজার ইয়াবা উদ্ধার, যুবক গ্রেপ্তার
কক্সবাজারের রামুর মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যরা। এ সময় সাফায়েত উল্লাহ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তি নৌবাহিনীর লোগোযুক্ত পোশাক দেখিয়ে নিজেকে নৌসদস্য দাবি করলেও বৈধ পরিচয়পত্র দেখাতে পারেননি বলে জানিয়েছেন বিজিবির রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ।
আরো পড়ুন:
রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ তরুণ গ্রেপ্তার
টেকনাফে ১ লাখ ইয়াবা উদ্ধার, যুবক গ্রেপ্তার
লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরিচ্যা চেকপোস্টে টহল জোরদার করা হয়। এ সময় একটি সন্দেহজনক যাত্রীবাহী বাস থামিয়ে যাত্রী সাফায়েত উল্লাহকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেকে নৌবাহিনীর সদস্য দাবি করেন। তার বহন করা ব্যাগে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা।
এই সেনা কর্মকর্তা আরো জানান, সাফায়েত উল্লাহ নৌবাহিনীর পরিচয়পত্র বা সংশ্লিষ্ট প্রমাণ দেখাতে পারেননি। কৌশলে ভুয়া পরিচয় ব্যবহার করে মরিচ্যা চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করাই ছিল তার উদ্দেশ্য।
ঢাকা/তারেকুর/বকুল