হামজা চৌধুরীর ঢাকায় আসার কথা ছিল আজ দুপুর ১২টায়। কিন্তু ইংল্যান্ডে বিমানবন্দরে পৌঁছাতে দেরি করায় ফ্লাইট মিস করেন তিনি। এর ৫ ঘণ্টা পরের আরেকটি ফ্লাইটে অবশেষে ঢাকায় এসেছেন জাতীয় দলের এই মিডফিল্ডার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হামজাকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন বাফুফে সদস্য ইমতিয়াজ হামিদ। টিম হোটেলে পৌঁছার পর তাঁকে আবার ফুল দিয়ে বরণ করা হয়।

বাফুফে সূত্রে জানা গেছে, সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পারেননি হামজা। যে কারণে ফ্লাইট মিস করেছিলেন লেস্টার সিটিরএই মিডফিল্ডার। পরে নিজেই টিকিট কেটে নতুন ফ্লাইট ধরেন। যে কারণে তাঁর দেশে আসতে কিছুটা দেরি হয়েছে।

আগামী ১৩ নভেম্বর নেপাল ও ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। এই ম্যাচগুলোতে অংশ নিতেই ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসেছেন হামজা।

গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে অভিষেক হয় হামজার। এরপর এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে পাঁচ ম্যাচ খেলে দুই গোল করেছেন, আর সতীর্থকে দিয়ে করিয়েছেন একটি।

‎গত ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে এশিয়ান কাপ খেলার আশা শেষ হয়ে গেছে বাংলাদেশের। এখন পর্যন্ত চার ম্যাচের দুটিতে ড্র, দুটিতে হেরেছে হাভিয়ের কাবরেরার দলের। এ মাসে ভারতের বিপক্ষে ম্যাচটি হবে বাংলাদেশের পঞ্চম বাছাই ম্যাচ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ ল ইট

এছাড়াও পড়ুন:

২৮০ আসন কমেছে সরকারি মেডিকেল কলেজে

স্বাস্থ্য মন্ত্রণালয় সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের আসন কমাচ্ছে। আজ সোমবার একটি স্মারকে সরকারি মেডিকেল কলেজে ২৮০টি আসন কমানোর কথা বলেছে মন্ত্রণালয়। বেসরকারি মেডিকেল কলেজের আসন কমানোর স্মারকও খুব শিগগির প্রকাশ হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

দেশে সরকারি মেডিকেল কলেজ আছে ৩৭টি। এই কলেজগুলোতে আসন ছিল ৫ হাজার ৩৮০টি। এর মধ্যে ১৪টি মেডিকেল কলেজের মোট ৩৫৫টি আসন কমানো হয়েছে। অন্যদিকে তিনটি সরকারি মেডিকেল কলেজে আসন ৭৫টি বাড়িয়েছে। ফলে দুই মিলিয়ে আসন কমছে ২৮০টি।

দেশের আটটি পুরোনো সরকারি মেডিকেল কলেজে আসন ছিল ২৫০টি করে। এদের প্রতিটি থেকে ২৫টি করে আসন কমানো হয়েছে। এই কলেজগুলো হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ।

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আসন ছিল ২৩০টি, তা থেকে ৫টি কমানো হয়েছে। হবিগঞ্জ মেডিকেল কলেজে আসন ছিল ১০০টি, কমিয়ে ৫০টি করা হয়েছে।

নেত্রকোনা, নওগাঁ, মাগুরা ও চাঁদপুর মেডিকেল কলেজে আসন ছিল ৭৫টি করে। প্রতিটি থেকে ২৫টি করে আসন কমানো হয়েছে।

গাজীপুরের তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, পটুয়াখালী মেডিকেল কলেজ এবং টাঙ্গাইল মেডিকেল কলেজে আসন ২৫টি করে বাড়ানো হয়েছে। ২৩টি মেডিকেল কলেজে আসন সংখ্যা অপরিবর্তিত আছে।

দেশে মোট মেডিকেল কলেজ ১১০টি। সরকারি ৩৭টি বাদে বেসরকারি মেডিকেল কলেজ ৬৭টি। এ ছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ আছে।

গতবার মেডিকেল কলেজগুলোতে এমবিবিএসে ভর্তিতে প্রতিটি আসনের জন্য প্রার্থী ছিলেন ২৫ জন।

আরও পড়ুনমেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, নম্বর কাটাসহ যে যে পরিবর্তন৩০ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ