কক্সবাজারে উখিয়ায় বিপণিকেন্দ্রে (মার্কেট) আগুন লেগে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যবসায়ীর নাম মোহাম্মদ আলী (৫৭)। তাঁর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখিল গ্রামে। আগুনে দোতলা মার্কেটের বেশ কিছু দোকান পুড়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন অগ্নিদগ্ধ হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা সদরের কৃষি ব্যাংক লাগোয়া দ্বিতল একরাম মার্কেটে আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সন্ধ্যা পৌনে ছয়টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বেশ কিছু দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান পুড়ে যায়। আগুনে পুড়ে নিহত ব্যবসায়ীর জাজিমের (ম্যাট্রেস) দোকান ছিল। উখিয়া কাঁচাবাজারের প্রবেশমুখের গলিতে অবস্থিত তাঁর দোকানটি আগুনে পুরোপুরি পুড়ে যায়। তাঁর লাশ উদ্ধার করে উখিয়া সদর হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, আজ বেলা সাড়ে তিনটার দিকে উখিয়া সদরের দক্ষিণ স্টেশনে একরাম মার্কেটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ততক্ষণে বেশ কিছু দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করেছে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সম্ভবত বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে একরাম মার্কেটে আগুন লাগে। বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আশপাশের বেশ কিছু দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। বিকেল পৌনে চারটার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে থাকা দুটি এবং কক্সবাজার স্টেশন থেকে একটিসহ আরও তিনটি  ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো.

সাজেদুল ইমরান বলেন, আগুনে দগ্ধ হয়ে মোহাম্মদ আলী নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ আলীর মরদেহ উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। অগ্নিদগ্ধ আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবস য় র ইউন ট উপজ ল

এছাড়াও পড়ুন:

২৮০ আসন কমেছে সরকারি মেডিকেল কলেজে

স্বাস্থ্য মন্ত্রণালয় সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের আসন কমাচ্ছে। আজ সোমবার একটি স্মারকে সরকারি মেডিকেল কলেজে ২৮০টি আসন কমানোর কথা বলেছে মন্ত্রণালয়। বেসরকারি মেডিকেল কলেজের আসন কমানোর স্মারকও খুব শিগগির প্রকাশ হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

দেশে সরকারি মেডিকেল কলেজ আছে ৩৭টি। এই কলেজগুলোতে আসন ছিল ৫ হাজার ৩৮০টি। এর মধ্যে ১৪টি মেডিকেল কলেজের মোট ৩৫৫টি আসন কমানো হয়েছে। অন্যদিকে তিনটি সরকারি মেডিকেল কলেজে আসন ৭৫টি বাড়িয়েছে। ফলে দুই মিলিয়ে আসন কমছে ২৮০টি।

দেশের আটটি পুরোনো সরকারি মেডিকেল কলেজে আসন ছিল ২৫০টি করে। এদের প্রতিটি থেকে ২৫টি করে আসন কমানো হয়েছে। এই কলেজগুলো হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ।

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আসন ছিল ২৩০টি, তা থেকে ৫টি কমানো হয়েছে। হবিগঞ্জ মেডিকেল কলেজে আসন ছিল ১০০টি, কমিয়ে ৫০টি করা হয়েছে।

নেত্রকোনা, নওগাঁ, মাগুরা ও চাঁদপুর মেডিকেল কলেজে আসন ছিল ৭৫টি করে। প্রতিটি থেকে ২৫টি করে আসন কমানো হয়েছে।

গাজীপুরের তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, পটুয়াখালী মেডিকেল কলেজ এবং টাঙ্গাইল মেডিকেল কলেজে আসন ২৫টি করে বাড়ানো হয়েছে। ২৩টি মেডিকেল কলেজে আসন সংখ্যা অপরিবর্তিত আছে।

দেশে মোট মেডিকেল কলেজ ১১০টি। সরকারি ৩৭টি বাদে বেসরকারি মেডিকেল কলেজ ৬৭টি। এ ছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ আছে।

গতবার মেডিকেল কলেজগুলোতে এমবিবিএসে ভর্তিতে প্রতিটি আসনের জন্য প্রার্থী ছিলেন ২৫ জন।

আরও পড়ুনমেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, নম্বর কাটাসহ যে যে পরিবর্তন৩০ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ