অনলাইনে এনবিআরের ভ্যাট রিফান্ড মডিউল চালু
Published: 10th, November 2025 GMT
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করদাতাদের জন্য অনলাইনে ভ্যাট রিফান্ড মডিউল চালু করেছে। যার মাধ্যমে ভ্যাট রিফান্ড আবেদন, যাচাই-বাছাই ও অর্থ প্রদান সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন করা যাবে।
সোমবার (১০ নভেম্বর) এনবিআর থেকে এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
এনবিআর নিয়ে বিএনপির ভিন্ন পরিকল্পনা আছে: আমীর খসরু
প্রবাসীদের আয়কর রিটার্ন আরো সহজ করল এনবিআর
এনবিআর জানায়, নতুন এই মডিউলের মাধ্যমে ভ্যাট রিফান্ডের অর্থ BEFTN (Bangladesh Electronic Fund Transfer Network) ব্যবস্থার আওতায় সরাসরি করদাতার ব্যাংক হিসাবে স্থানান্তর করা হবে। এর ফলে করদাতাদের আর ভ্যাট অফিসে গিয়ে রিফান্ড আবেদন দাখিল বা চেক গ্রহণ করতে হবে না।
এনবিআর জানায়, এই সিস্টেমের মাধ্যমে iVAS (Integrated VAT Administration System) ও অর্থ বিভাগের iBAS++ এর মধ্যে সংযোগ স্থাপন করা হয়েছে। করদাতারা অনলাইনে মূসক রিটার্নের মাধ্যমে প্রাপ্য ভ্যাট রিফান্ডের আবেদন দাখিল করতে পারবেন। সংশ্লিষ্ট কমিশনারেট আবেদন যাচাই-বাছাই করে অনুমোদন দিলে স্বয়ংক্রিয়ভাবে অর্থ স্থানান্তর হবে।
এর ফলে করদাতাদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি রিফান্ড প্রদানের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে এনবিআর আশা করছে। এছাড়া, পূর্বে অনলাইনে বা ম্যানুয়াল পদ্ধতিতে দাখিলকৃত অনিষ্পন্ন রিফান্ড আবেদনগুলো পুনরায় অনলাইনে মূসক-৯.
নতুন এই মডিউলটি সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করতে এনবিআর সকল ভ্যাট কমিশনারেটের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে। করদাতারা সংশ্লিষ্ট মূসক কমিশনারেটে যোগাযোগ করে অনলাইন রিফান্ড প্রাপ্তির বিষয়ে প্রয়োজনীয় সহায়তা নিতে পারবেন।
এনবিআর জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে রাজস্ব ব্যবস্থার ডিজিটালাইজেশনে আরো এক ধাপ অগ্রগতি হলো এবং ভবিষ্যতে সংস্থার সব কার্যক্রম সম্পূর্ণ অটোমেশন ব্যবস্থার আওতায় আনা হবে।
ঢাকা/নাজমুল/এসবি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর এনব আর এনব আর করদ ত
এছাড়াও পড়ুন:
বন্দরে বিভিন্ন অপরাধে নারীসহ গ্রেপ্তার ২
বন্দরে মারামারি মামলার এজাহারভূক্ত আসামি ও সিআর মামলার ওয়ারেন্টভূক্ত এক নারী আসামিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধৃতরা হলো বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকার নিয়াজ উদ্দিন মিয়ার ছেলে বন্দর থানার দায়েরকৃত ৯(১১)২৫ নং মারামারি মামলার এজাহারভূক্ত আসামি বোরহান (৪৫) ও একই থানার মদনগঞ্জ শান্তিনগর এলাকার আব্দুল রব মিয়ার মেয়ে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামি লাখি বেগম (৪০)।
ধৃতদের সোমবার (১০ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত রোববার (৯ নভেম্বর) রাতে বন্দর থানার দড়ি সোনাকান্দা ও শান্তিনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।