রাতে কুপিয়ে হত্যা, সকালে বিদ্যালয়ের মাঠে মিলল লাশ
Published: 25th, September 2025 GMT
যশোরের অভয়নগর উপজেলায় নসিব তালুকদার (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নসিব তালুকদারের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার সাবোখালী গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ি অভয়নগরের গোপিনাথপুর গ্রামে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, লাশের মুখমণ্ডল, বুক ও গলার দুই পাশে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, পাশের মাছের ঘেরে মাছ চুরি করতে গিয়ে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় সন্দেহজনক চারজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
স্থানীয়রা জানান, বুধবার রাতের কোনো এক সময় নসিব তালুকদার নলামারা গ্রামের গোবিন্দ বিশ্বাসের (৫৫) মাছের ঘেরে মাছ চুরি করতে যান। তখন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় এবং লাশ বিদ্যালয়ের সামনে ফেলে রাখা হয়। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বিদ্যালয়ের মাঠে লাশটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সকাল আটটার দিকে অভয়নগর থানা এবং উপজেলার আমতলা পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এর আগেও মাছ চুরির অভিযোগে তিনি কয়েকবার ধরা পড়েছেন বলে জানান স্থানীয়রা।
নসিব তালুকদারের ছেলে বাপ্পী তালুকদার বলেন, তাঁর বাবা ছিলেন মাছ ব্যবসায়ী।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম রবিউল ইসলাম বলেন, নসিব তালুকদারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অভয়নগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা, আহত ৩
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বন্দরে বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনাল ও এল তরফদার ট্রেডার্স নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা হয়েছে, যাতে তাদের তিনজন কর্মচারী আহত হয়েছেন।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই হামলায় চালানো হয়।
আরো পড়ুন:
নারায়ণগঞ্জে ডাকাত ধরতে গিয়ে হামলায় আহত র্যাব সদস্যরা
হিরো আলমের ওপর হামলা
প্রত্যক্ষদর্শীরা জানান, নওয়াপাড়া রেলস্টেশন বাজারে বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনালের অফিস লক্ষ্য করে দুটি ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। একটি ককটেল প্রতিষ্ঠানের ভেতরে ও একটি বাইরে বিস্ফোরিত হয়। এতে মাসুম (৩২), শাওন(৩০) ও জাহাঙ্গীর (২৮) নামে তিন কর্মচারী আহত হন।
এর কিছুসময় পর নওয়াপাড়া ফেরিঘাট এলাকায় এল তরফদার টেড্রার্সের সামনে আরো একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
হামলার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
অভয়নগর থানার ওসি রবিউল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।
এর আগে গত ১৮ জুলাই নওয়াপাড়া গ্রুপের ব্যবসা প্রতিষ্ঠান সুফলা ভবনে বোমা হামলা হয়, ওই ঘটনায় এখনো কেউ আটক হয়নি।
জুলাই গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে অস্থিরতা যেন পিছুই ছাড়ছে না বন্দরশহর নওয়াপাড়া ও অভয়নগর উপজেলার। হামলা, পাল্টা হামলা, গুলি করে ও কুপিয়ে হত্যার বেশ কিছু আলোচিত ঘটনা রয়েছে অভয়নগরে। এ ছাড়া বিএনপির আন্তর্কোন্দলেও গ্রুপি-ভিত্তিক সংঘাতের খবর রয়েছে।
ঢাকা/রিটন/রাসেল