রাতে কুপিয়ে হত্যা, সকালে বিদ্যালয়ের মাঠে মিলল লাশ
Published: 25th, September 2025 GMT
যশোরের অভয়নগর উপজেলায় নসিব তালুকদার (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নসিব তালুকদারের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার সাবোখালী গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ি অভয়নগরের গোপিনাথপুর গ্রামে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, লাশের মুখমণ্ডল, বুক ও গলার দুই পাশে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, পাশের মাছের ঘেরে মাছ চুরি করতে গিয়ে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় সন্দেহজনক চারজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
স্থানীয়রা জানান, বুধবার রাতের কোনো এক সময় নসিব তালুকদার নলামারা গ্রামের গোবিন্দ বিশ্বাসের (৫৫) মাছের ঘেরে মাছ চুরি করতে যান। তখন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় এবং লাশ বিদ্যালয়ের সামনে ফেলে রাখা হয়। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বিদ্যালয়ের মাঠে লাশটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সকাল আটটার দিকে অভয়নগর থানা এবং উপজেলার আমতলা পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এর আগেও মাছ চুরির অভিযোগে তিনি কয়েকবার ধরা পড়েছেন বলে জানান স্থানীয়রা।
নসিব তালুকদারের ছেলে বাপ্পী তালুকদার বলেন, তাঁর বাবা ছিলেন মাছ ব্যবসায়ী।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম রবিউল ইসলাম বলেন, নসিব তালুকদারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অভয়নগরে ট্রলি উল্টে নিহত ১
যশোরের অভয়নগরে লাকড়ি বহনকারী ট্রলি উল্টে জুয়েল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার সহোদর সোহেল।
মঙ্গলবার (১৮ নভেম্বর) উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপীনাথপুর মোড়লবাড়ি বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল হিদিয়া গ্রামের লিয়াকত ফকিরের ছেলে।
আরো পড়ুন:
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রী নিহত
নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
স্থানীয় সূত্র জানায়, একটি ট্রলিতে লাকড়ি নিয়ে দুই ভাই হিদিয়া থেকে সিদ্ধিপাশা যাচ্ছিলেন। পথে গোপীনাথপুর মোড়লবাড়ি বাজারের পাশে পাকা রাস্তার ওপর ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে আহত হন তারা।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। কিন্তু, পথেই জুয়েল মারা যান। সোহেলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. রায়সুল ইসলাম দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা/প্রিয়ব্রত/রাজীব