উত্তরাঞ্চলের তিন জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে ৩৮ ঘণ্টা পরও দূরপাল্লার বাস চলাচল শুরু হয়নি। গত বৃহস্পতিবার রাত ১০টা থেকে হঠাৎ বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় অঞ্চলটির বাসমালিক পক্ষ। এরপর আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত দূরপাল্লার বাস চলাচল করতে দেখা যায়নি। এ কারণে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

সংশ্লিষ্ট রুটের যাত্রীদের ভাষ্য, মালিক ও শ্রমিক পক্ষের দ্বন্দ্বের কারণে চরম ভোগান্তি পোহাচ্ছেন তাঁরা। জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে বিকল্প যানবাহনে ভেঙে ভেঙে গন্তব্যে যেতে হচ্ছে। পূর্বঘোষণা ছাড়া এ ধরনের ধর্মঘটের কারণে তাঁদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে এবং সময়ও লাগছে বেশি। ট্রেনেরও টিকিট নেই।

আরও পড়ুনরাজশাহীসহ তিন জেলা থেকে দূরপাল্লার বাস বন্ধ, যাত্রীদের চরম ভোগান্তি১৬ ঘণ্টা আগে

বাসমালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে একতা ট্রান্সপোর্ট ও কয়েকটি লোকাল বাস ছাড়া অন্য সব দূরপাল্লার পরিবহন বন্ধ আছে। এর আগে ৭ সেপ্টেম্বর বেতন-ভাতা বাড়ানোর দাবিতে শ্রমিকেরা তিন জেলা থেকে দূরপাল্লার বাস চালানো বন্ধ করে দেন। দুই দিন পর মালিকপক্ষের আশ্বাসে তাঁরা বাস চলাচল শুরু করলেও আশানুরূপ বেতন-ভাতা না বাড়ানোয় ২২ সেপ্টেম্বর সকাল থেকে আবারও কর্মবিরতি শুরু করেন।

২৩ সেপ্টেম্বর বিকেল পর্যন্ত একতা ছাড়া অন্য সব বাসের চলাচল বন্ধ ছিল। পরে শ্রমিকদের বেতনাদি বাড়ানো হলেও গত বৃহস্পতিবার একটি ঘটনাকে কেন্দ্র করে এবার মালিকপক্ষ বাস বন্ধ রেখেছে। এ কারণে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারসহ দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

আজ শনিবার সকালে রাজশাহী নগরের শিরোইল এলাকায় গিয়ে দেখা গেছে, শিরোইলের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় দূরপাল্লার কোনো বাস নেই। কাউন্টারগুলো খোলা থাকলেও টিকিট বিক্রি করছেন না। যাত্রীরা এসে গাড়ি না পেয়ে কেউ অপেক্ষা করছেন, কেউ বিকল্প উপায়ে যাওয়ার চেষ্টা করছেন।

গোলাম মোস্তফা নামের এক যাত্রী বলেন, ঢাকাগামী বাস সরাসরি পাওয়া যাচ্ছে না। এ কারণে লোকাল একটি বাসে টিকিট কেটেছেন। তিনি বলেন, ‘মালিক-শ্রমিকের দ্বন্দ্ব থাকবেই। তাই বলে হঠাৎ বাস বন্ধ করে দেবে!’

আরও পড়ুনচাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে আবার দূরপাল্লার বাস বন্ধ২৫ সেপ্টেম্বর ২০২৫

উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম বলেন, শ্রমিকদের বেতন বাড়ানোর পর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র এই অচলাবস্থা তৈরি হয়েছে। খোরাকির ১০০ থেকে ১১৫ টাকা না দেওয়ায় শ্রমিকদের সঙ্গে এক বাসের ব্যবস্থাপকের ঝামেলা বাঁধে। এর পর থেকে বাস চলাচল বন্ধ।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান বলেন, ‘এখন শ্রমিকেরা দূরপাল্লার বাসে যেখানে-সেখানে থামিয়ে যাত্রী তুলতে চাইছেন এবং খোরাকি ভাতার দাবি করছেন। যেখানে-সেখানে বাস থামিয়ে যাত্রী তুললে তো ব্যবসা করা যাবে না। এটা নিয়ে তাঁদের সঙ্গে নতুন করে বিরোধ। তাঁরা বাস চালাবেন না বলেছেন। আমরাও বলেছি, ঠিক আছে, এভাবে বাস চালাতে চাই না। কত দিন বসে থাকবে থাকুক।’

অন্যদিকে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.

রফিকুল ইসলাম বলেন, ‘আগে চালকদের আপ-ডাউনে পারিশ্রমিক ছিল মাত্র ১ হাজার ২৫০ টাকা। এখন এটি বাড়ানো হয়েছে। কিন্তু মালিকপক্ষ ওই টাকা দিতে চাইছে না।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স প ট ম বর ব স বন ধ করছ ন

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ