‎দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২১ থেকে ২৫ সেপ্টেম্বর) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও কমেছে ০.৬৭ শতাংশ।

‎শনিবার (২৭ সেপ্টেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

‎‘আর্থিক প্রতিবেদনের ফরেনসিক বিশ্লেষণ পুঁজিবাজারের জন্য গুরুত্বপূর্ণ’

২৬ লাখ শেয়ার কিনবেন ঢাকা ব্যাংকের উদ্যোক্তা

‎বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.

৫০ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৪৩ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও কমেছে ০.০৭ পয়েন্ট বা ০.৬৭ শতাংশ।

‎এর আগের সপ্তাহের শুরুতে (১৪ থেকে ১৮ সেপ্টেম্বর) পিই রেশিও ছিল ১০.৬১ পয়েন্টে। সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৫০ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও কমেছে ০.১১ পয়েন্ট বা ১.০৪ শতাংশ।

খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে-জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৬.২৯ পয়েন্টে, ব্যাংক খাতে ৬.৮০ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১১.০৯ পয়েন্টে, প্রকৌশল খাতে ১১.২৯ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ১২.০৪ পয়েন্ট, টেক্সটাইল খাতে ১২.১৫ পয়েন্টে, আর্থিক খাতে ১২.৪৪ পয়েন্টে,  সাধারণ বিমা খাতে ১৩.০১ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৩.৭২ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৪.৬১ পয়েন্টে, বিবিধ খাতে ১৬.৪১ পয়েন্টে, আইটি খাতে ১৮.২৪ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৯.৬২ পয়েন্ট, মিউচুয়াল ফান্ড খাতে ২০.৫৪ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ২০.৭৬ পয়েন্টে, ট্যানারি খাতে ২৫.৯২ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২৯.৬১ পয়েন্টে, পাট খাতে ৩১.৬২ পয়েন্টে এবং সিরামিক খাতে ৫৬.৭৪ পয়েন্টে অবস্থান করছে।

ঢাকা/এনটি/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আমাদের দৃষ্টিতে পিআর একটি উদ্ভট ব্যবস্থা: সেলিমুজ্জামান

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিছু সংখ্যক দল পিআর পদ্ধতি চাচ্ছে। আমাদের দেশের ৯৮ ভাগ মানুষের পিআর পদ্ধতি সম্পর্কে ধারণা নেই।”

তিনি বলেন, “পিআর পদ্ধতিতে আমার ভোটে কে নির্বাচিত হলো তা জানাতে পারব না। এ কারণে আমাদের দৃষ্টিতে এটি একটি উদ্ভট ব্যবস্থা। এই ব্যবস্থায় বাংলাদেশে কোনো নির্বাচন হওয়ার সুযোগ নেই।”

আরো পড়ুন:

সবার সহযোগিতাই দেশকে এগিয়ে নিয়ে যেতে পা‌রে: শিমুল

তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি: হুমায়ুন কবির

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুরুলিয়া ও মাহমুদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কুমার নদে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, “দেশের জন্য এখন নির্বাচিত সরকারের প্রয়োজন। এ জন্য সরকার ইতোমধ্যে রোডম্যাপ ঘোষণা করেছে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে ৩১ দফার আলোকে দেশ নতুনভাবে সাজানো হবে এবং একটি জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুন্সী মো. আনোয়ার হোসেন। এ সময় কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মোস্তফা মোল্লার, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিমসহ দলটির স্থানীয় ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা/বাদল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ