রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ককে অব্যাহিত
Published: 27th, September 2025 GMT
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানের ছেলে সোহেল আনিসের দৈনিক সমকালের রাজারহাট উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদকে হত্যার হুমকি এবং আহ্বায়কের নানা অনিয়ম ও দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে তাকে পদ থেকে অব্যাহিত দেওয়া হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসেনাইন কায়কোবাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে অব্যাহতি দেওয়ার তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
দেশে আর চেতনার ব্যবসা চলবে না: সালাহউদ্দিন
নিউইয়র্কে ডিমকাণ্ড: হার্ড লাইনে এনসিপি, ‘প্রভাব পড়বে রাজনীতিতে’
এতে বলা হয়, ‘‘দলের ভাবমূর্তি ক্ষুন্ন ও অব্যাহত সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে আনিছুর রহমানকে আহ্বায়কের দায়িত্ব অব্যাহতি দেওয়া হলো।’’
কুড়িগ্রাম জেলা বিএনপি আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফাও অব্যাহিত দেওয়ার তথ্য জানিয়েছেন। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর রাতে রাজারহাট বাজারে সাংবাদিক আসাদকে সোহেল আনিস তার বাবার বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ না উঠালে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে জেলা বিএনপি তিন সদস্যদের তদন্ত কমিটি গঠন করে। আনিছুর রহমানের বিরুদ্ধে দলীয় প্রভাব খাটানো, বিভিন্নজনকে হুমকি দেওয়া ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের নানা অভিযোগের বিষয়ে তথ্যপ্রমাণ পায় তদন্ত কমিটি।
ঢাকা/সৈকত/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ র জ রহ ট ব এনপ র র রহম ন অব য হ উপজ ল
এছাড়াও পড়ুন:
জেন-জিদের হতাশা এবং উত্তরণের সিনেমায় বর্ষণ
নাটক-সিনেমায় অভিনয়ের জন্যই পরিচিত রাজীব সালেহীন। সর্বশেষ ‘দাগি’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন এই তিনি। পাশাপাশি বানিয়েছেন নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এবার পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণে আসছেন।
‘রবি ইন ঢাকা’ নামের সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। চলতি মাসের শেষে শুটিং শুরু হবে। গতকাল মঙ্গলবার দুপুরে খবরটি নিশ্চিত করে রাজীব সালেহীন বলেন, ‘জেন–জিদের হতাশা এবং তা থেকে উত্তরণ নিয়ে আমার এই ছবি।’
ইমতিয়াজ বর্ষণ