লাদাখে ধৃত পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে ‘পাকিস্তানের সম্পৃক্ততা’ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। শনিবার এমনটাই জানিয়েছেন লাদাখ পুলিশের ডিজি এসডি সিংহ জামওয়াল। 

সম্প্রতি পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে এক জন গ্রেপ্তার হন। ডিজি জানান, ওই ব্যক্তি ওয়াংচুকের বিভিন্ন বিক্ষোভ কর্মসূচির ভিডিও সীমান্তের ওপারে পাঠাতেন।

পৃথক রাজ্যের দাবিতে গত বুধবার লাদাখে ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষ হয়েছিল। ওই সংঘর্ষে চার জনের মৃত্যু হয় এবং আহত হন আরো অনেকে। ওই ঘটনার পরে শুক্রবার ওয়াংচুককে গ্রেপ্তার করে লাদাখ পুলিশ। তার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা করা হয়। তাকে বর্তমানে রাজস্থানের জোধপুরের একটি জেলে রাখা হয়েছে। 

শনিবার লাদাখের ডিজিপি জানান, ওয়াংচুকের জন্যই গত বুধবার লাদাখে সহিংসতা ছড়িয়েছিল।

‘থ্রি ইডিয়টস’ সিনেমায় আমির খানের ‘র‌্যাঞ্চো’ চরিত্রটি বানানো হয়েছিল পরিবেশকর্মী ওয়াংচুকের আদলেই। লাদাখকে রাজ্যের স্বীকৃতির দাবিতে দীর্ঘ দিন লড়াই করছেন ইঞ্জিনিয়ার, গবেষক তথা সমাজকর্মী ওয়াংচুক। বার বার অনশনও করেছেন তিনি।

ওয়াংচুকের গ্রেপ্তারি প্রসঙ্গে শনিবার লাদাখ পুলিশের ডিজি বলেন, “তদন্তে (ওয়াংচুকের বিরুদ্ধে) যা পাওয়া গিয়েছে, তা এখনই প্রকাশ্যে আনা যাবে না। তদন্ত প্রক্রিয়া এখনও চলছে। আপনারা চাইলে তার প্রোফাইল এবং অতীত জানতে চান, তা সবটাই ইউটিউবে রয়েছে।” 

ওয়াংচুকের বিভিন্ন বক্তব্য পরিস্থিতি অশান্ত করতে উস্কানি দিয়েছিল বলেও দাবি পুলিশের। লাদাখের ডিজি এ প্রসঙ্গে মন্তব্যের সময় নেপাল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার অস্থিরতার প্রসঙ্গও উল্লেখ করেন। পুলিশের বক্তব্য, এ সব বিষয়ে কথা বলার সময়ে ওয়াংচুকের বক্তৃতা উস্কানির কাজ করেছিল।

ডিজি বলেন, “আমাদের হাতে এক জন ‘পাকিস্তানি ইন্টেলিজেন্স অপারেটিভ’ (পিআইও) ধরা পড়েছেন। তিনি ওয়াংচুকের বিভিন্ন বিক্ষোভের ভিডিও সীমান্তের ও পারে পাঠাতেন।” 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

জেন-জিদের হতাশা এবং উত্তরণের সিনেমায় বর্ষণ

নাটক-সিনেমায় অভিনয়ের জন্যই পরিচিত রাজীব সালেহীন। সর্বশেষ ‘দাগি’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন এই তিনি। পাশাপাশি বানিয়েছেন নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এবার পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণে আসছেন।

‘রবি ইন ঢাকা’ নামের সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। চলতি মাসের শেষে শুটিং শুরু হবে। গতকাল মঙ্গলবার দুপুরে খবরটি নিশ্চিত করে রাজীব সালেহীন বলেন, ‘জেন–জিদের হতাশা এবং তা থেকে উত্তরণ নিয়ে আমার এই ছবি।’

ইমতিয়াজ বর্ষণ

সম্পর্কিত নিবন্ধ