‘ইসলামাবাদে আত্মঘাতী হামলায় আফগান নাগরিক জড়িত’
Published: 13th, November 2025 GMT
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানিয়েছেন, চলতি সপ্তাহে দেশটিতে দুটি হামলায় জড়িত আত্মঘাতী বোমা হামলাকারীরা আফগান নাগরিক, কর্তৃপক্ষ বেশ কয়েকজনকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার পার্লামেন্টের অধিবেশনে নকভি এই মন্তব্য করেন।
বুধবার ইসলামাবাদ জেলা বিচার বিভাগীয় কমপ্লেক্সের প্রবেশপথে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১২ জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। সোমবার দক্ষিণ ওয়াজিরিস্তানের একটি কলেজে আরেকটি আত্মঘাতী হামলা চালানো হয়।
আফগানিস্তান সীমান্তের কাছে অবস্থিত ক্যাডেট কলেজে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি মূল ফটকে ধাক্কা দিলে হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুই হামলাকারী প্রধান ফটকে নিহত হয়েছে, আর তিনজন ভেতরে ঢুকতে সক্ষম হয়েছে।
পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডিতে সন্ত্রাস দমন বিভাগ জানিয়েছে,ইসলামাবাদ বিস্ফোরণের সাথে জড়িত থাকার অভিযোগে সাতজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
ডন অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, রাওয়ালপিন্ডির ফৌজি কলোনি এবং ধোকে কাশ্মীরিয়ান থেকে সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে এবং খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশেও অভিযান চালানো হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক মারাত্মকভাবে তিক্ত হয়ে উঠেছে। ইসলামাবাদ সীমান্তের ওপারে আশ্রয় নেওয়া জঙ্গিদের পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানোর অভিযোগ করেছে। কাবুল পাকিস্তানে আক্রমণ করার জন্য সশস্ত্র গোষ্ঠীগুলিকে আশ্রয় দেওয়ার কথা অস্বীকার করেছে। গত মাসে দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষে কয়েক ডজন সেনা নিহত হয়েছে, পাশাপাশি বেশ কয়েকজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইসল ম ব দ আফগ ন
এছাড়াও পড়ুন:
বাকৃবিতে গরুর মাংস উৎপাদন নিয়ে কর্মশালা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘বাংলাদেশে গরু পালন থেকে মাংস ভোক্তার টেবিল পর্যন্ত চতুর্থ শিল্পবিপ্লব (ফোর আই আর) প্রযুক্তির প্রয়োগ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের কাজী ফজলুর রহিম ভবনের সম্মেলন কক্ষে হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন প্রকল্পের অর্থায়নে এবং বাকৃবি পশু বিজ্ঞান বিভাগের তত্ত্বাবধানে এ কর্মশালার আয়োজন করা হয়।
আরো পড়ুন:
কৃষি বিবর্তনের গল্প বলে যে জাদুঘর
জাপানের এনইএফ বৃত্তি পেলেন বাকৃবির ২০ শিক্ষার্থী
পশু বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. হাফিজা খাতুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূইঁয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমীন এবং বাউরেস পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান। স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মো. আবুল হাশেম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূইঁয়া বলেন, “বর্তমান বৈশ্বিক বাজার ব্যবস্থায় এ প্রকল্পটি অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। আমি আশা করি, প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সব সদস্য নির্ধারিত সূচক ও পরিকল্পনা অনুযায়ী দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন, যাতে প্রাণিসম্পদ খাতে স্বচ্ছতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পায়।”
এই প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে বাকৃবি পরিবারের সদস্যরা ভবিষ্যতে দুধ ও ডিমের মতোই নিরাপদ ও মানসম্মত গরুর মাংস নিয়মিতভাবে ক্রয় করতে পারবেন বলে জানান উপাচার্য।
ঢাকা/লিখন/মেহেদী