গাইবান্ধার সাদুল্যাপুরে মতিয়ার রহমান (৭৫) নামের এক বৃদ্ধকে মারধরের পর ঘরের টিন খুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী সুরুজ মিয়া (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় গত বুধবার (১ অক্টোবর) মতিয়ার মিয়ার স্ত্রী জমিলা বেগম ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দিয়েছেন। কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘পূজার ব্যস্ততা থাকায় তদন্তে অগ্রগতি হয়নি। অভিযুক্তকে শিগগিরই আইনের আওতায় আনা হবে।’’

এর আগে, গত ২৮ সেপ্টেম্বর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।

হতদরিদ্র বৃদ্ধকে মারধর ও ঘরের টিন খুলে নেওয়ার কারণ জানার চেষ্টা করেছে রাইজিংবিডি ডট কম।

স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন বলেন, ‘‘প্রায় দুই মাস আগে মতিয়ার রহমানের নাতি বুলুর কাছ থেকে একটি নষ্ট মোবাইল মেরামত করে ব্যবহার করার জন্য নেন প্রতিবেশী সাজু মিয়ার ছেলে সুরুজ মিয়া। তারা একসঙ্গে রাজমিস্ত্রির কাজ করেন। পরে এক হাজার টাকা খরচ করে মোবাইল সচল করে ব্যবহার করতে থাকেন সুরুজ মিয়া। কিছুদিন আগে সুরুজের কাছে থেকে মোবাইলটি হারিয়ে যায় এবং পরবর্তীতে গ্রামেই তা পাওয়া যায়। এরপর সুরুজ বুলুকে মোবাইল ফেরত দিয়ে মেরামতের এক হাজার টাকা ফেরত চায়। সেই এক হাজার টাকা ফেরত দিতে দেরি হওয়ায় সুরুজ বুলুর বাড়িতে এসে তার বৃদ্ধ দাদা মতিয়ার মিয়াকে কিল-ঘুষি মারেন এবং ঘরের বারান্দা থেকে ৬-৭টি টিন খুলে নিয়ে যায়।’’

বৃদ্ধ মতিয়ার রহমান বলেন, ‘‘আমার স্ত্রী ঘরে নামাজ পড়ছিল। সুরুজ এসে টিন খোলা শুরু করে। আমার স্ত্রী নামাজ শেষ করে সুরুজক বাঁধা দিতে গেলে তার সঙ্গে হাতাহাতি হয়। তখন আমি চেয়ার থাকি উঠে সুরুজকে থামাতে গেলে আমার শরীরে জোরে ঘুষি মারে। পরে মুখে ঘুষি মারে।’’

বৃদ্ধ মতিয়ার রহমানের স্ত্রী জমিলা বেগম অভিযোগ করেন বলেন, ‘‘সুরুজ আমার নাতির বয়সী হলেও সে আমার স্বামীর গায়ে হাত তুলেছে। আমার নাতির কাছে দাবি করা এক হাজার টাকা ফেরত দিতে এক দিনের সময় চেয়ে অনুরোধ করেছিলাম। কিন্তু সুরুজ কোনো কথা শোনেনি। আমার গায়েও হাত তুলতে এসেছিল। আমার স্বামী এসে বাঁধা দিয়েছে। তখনই গায়ে হাত তোলে সুরুজ।’’

হতাশা ও ক্ষোভের সূরে তিনি আরো বলেন, ‘‘সুরুজ টিনগুলো এখনো ফেরত দেয়নি। একটাই থাকার ঘর। বৃষ্টিতে সমস্যা হচ্ছে। সুরুজ মোবাইল মেরামত করার কথা বললেও মোবাইলটি আসলে নষ্টই ছিল।’’

ঢাকা/মাসুম/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এক হ জ র ট ক র রহম ন আম র স

এছাড়াও পড়ুন:

জেন-জিদের হতাশা এবং উত্তরণের সিনেমায় বর্ষণ

নাটক-সিনেমায় অভিনয়ের জন্যই পরিচিত রাজীব সালেহীন। সর্বশেষ ‘দাগি’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন এই তিনি। পাশাপাশি বানিয়েছেন নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এবার পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণে আসছেন।

‘রবি ইন ঢাকা’ নামের সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। চলতি মাসের শেষে শুটিং শুরু হবে। গতকাল মঙ্গলবার দুপুরে খবরটি নিশ্চিত করে রাজীব সালেহীন বলেন, ‘জেন–জিদের হতাশা এবং তা থেকে উত্তরণ নিয়ে আমার এই ছবি।’

ইমতিয়াজ বর্ষণ

সম্পর্কিত নিবন্ধ