গাজীপুরে ডাকাতি, ৪৮ ঘণ্টার মধ্যে ডাকাতসরদার গ্রেপ্তার
Published: 4th, October 2025 GMT
গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকার একটি বাড়িতে ডাকাতির ঘটনার মূল হোতা মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর সবুজবাগ থানার নন্দীপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (গণমাধ্যম) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে গাজীপুরের ধীরাশ্রম এলাকার সোবহান মিয়ার বাড়িতে হামলা চালায় একদল ডাকাত। পরিবারের সদস্যদের হাত-পা ও চোখ বেঁধে প্রায় আধা ঘণ্টা ধরে লুটপাট চালায় তারা। এ সময় স্বর্ণালংকার, নগদ টাকা, মুঠোফোনসহ প্রায় ২২ লাখ ৭৬ হাজার টাকার মালামাল লুট করা হয়। হামলায় বাড়ির কয়েকজন সদস্য ও ভাড়াটিয়া আহত হন। এ ঘটনায় গাজীপুর সদর থানায় মামলা হয়।
সিআইডি জানায়, ছায়া তদন্তের অংশ হিসেবে গাজীপুর জেলা ও মেট্রো ইউনিট এবং সিআইডি এলআইসি যৌথভাবে অভিযান চালায়। অভিযানে লুট করা মুঠোফোন, ছয়টি ককটেল, ডাকাতির কাজে ব্যবহৃত ১১টি টর্চলাইট ও একটি কাটার মনিরের কাছ থেকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ডাকাত দলের সরদার মনিরের বিরুদ্ধে ২০০৭ সালে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় একটি এবং ২০১৭ সালে সবুজবাগ থানায় আরেকটি মামলা রয়েছে। সর্বশেষ ডাকাতির ঘটনায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে। তাঁর অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আরও পড়ুনগভীর রাতে ফিরে খাবার খাচ্ছিলেন বাড়ির মালিক, দরজা খোলা পেয়ে ঢুকল ডাকাত দল০২ অক্টোবর ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স আইড
এছাড়াও পড়ুন:
স্টারলিংকের সেবা পাবেন গ্রামীণফোনের করপোরেট গ্রাহকেরা
গ্রামীণফোনের করপোরেট অর্থাৎ বি-টু-বি গ্রাহকদের জন্য স্টারলিংকের নেক্সট জেনারেশন স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু হচ্ছে। এ লক্ষ্যে গ্রামীণফোন ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
আজ বুধবার গ্রামীণফোন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, যেসব শিল্প খাতে নেটওয়ার্ক সার্বক্ষণিক প্রাপ্যতা পেতে অসুবিধা এবং স্থলভিত্তিক অবকাঠামো এখনো সীমিত, সেসব খাতের জন্য এই সেবা নিয়ে এসেছে গ্রামীণফোন। এতে কোম্পানিটির বি-টু-বি গ্রাহকেরা দেশের দুর্গম ও প্রত্যন্ত এলাকায়ও নির্বিঘ্ন ও উচ্চগতির ইন্টারনেট সেবা পাবেন।
গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশীদ বলেন, স্টারলিংকের উন্নত স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে বি-টু-বি গ্রাহকদের দুর্গম এলাকায় কার্যক্রম পরিচালনায় সুবিধা হবে। সার্বক্ষণিক সংযুক্ত থাকার মাধ্যমে উৎপাদনশীলতা বাড়বে।
বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, গ্রামীণফোনের এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য স্যাটেলাইট ব্রডব্যান্ড সম্প্রসারণের অংশীদার হয়ে বাংলাদেশের ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী করা যাবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানিয়েছে, ফাইবার বিচ্ছিন্নতা, প্রাকৃতিক দুর্যোগ বা গ্রামীণ এলাকায় নেটওয়ার্ক বিভ্রাটের সময় নির্ভরযোগ্য ব্যাকআপ লিংক হিসেবে কাজ করবে স্টারলিংকের স্যাটেলাইটভিত্তিক সংযোগ।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান এবং বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইমাদুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।