ঈশ্বরদীতে ধানক্ষেত পড়েছিল এক ব্যক্তির মরদেহ
Published: 5th, October 2025 GMT
পাবনার ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মদপুর এলাকার একটি ধানক্ষেত থেকে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৫ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
আরো পড়ুন:
শেরপুরে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর পুকুর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নিখোঁজের একদিন পর পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
নিহত সিরাজুল ইসলাম সিরাজ (৫২) ফতে মোহাম্মদপুর প্রামাণিকপাড়া এলাকার কেডি আহম্মেদের ছেলে। নিহত ব্যাক্তি মাদকাসক্ত ছিলেন বলে পুলিশ জানায়।
ঈশ্বরদী থানার এসআই রফিকুল ইসলাম জানান, সকালে ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মদপুর এলাকার বেনারসি পল্লীর পাশে একটি ধানক্ষেতে সিরাজুলের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ আরো জানায়, নিহত সিরাজুল ইসলাম মাদকাসক্ত ছিলেন। তিনি রাতভর বিভিন্ন স্থানে ঘুড়ে বেড়াতেন। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরে জানা যাবে।
ঢাকা/শাহীন/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ উদ ধ র
এছাড়াও পড়ুন:
জেন-জিদের হতাশা এবং উত্তরণের সিনেমায় বর্ষণ
নাটক-সিনেমায় অভিনয়ের জন্যই পরিচিত রাজীব সালেহীন। সর্বশেষ ‘দাগি’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন এই তিনি। পাশাপাশি বানিয়েছেন নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এবার পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণে আসছেন।
‘রবি ইন ঢাকা’ নামের সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। চলতি মাসের শেষে শুটিং শুরু হবে। গতকাল মঙ্গলবার দুপুরে খবরটি নিশ্চিত করে রাজীব সালেহীন বলেন, ‘জেন–জিদের হতাশা এবং তা থেকে উত্তরণ নিয়ে আমার এই ছবি।’
ইমতিয়াজ বর্ষণ