খুলনার দিঘলিয়া উপজেলা আনসার প্রশিক্ষক মো. মিলন মিয়ার বিরুদ্ধে দুই নারী সদস্যকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। প্রস্তাবে রাজি না হওয়ায় নেশাখোর অপবাদ দিয়ে তাদের দুর্গাপূজার দায়িত্ব থেকে বাদ দেওয়ার অভিযোগ রয়েছে।

এসব ঘটনায় উপজেলা আনসার কমান্ডার বরাবর ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিয়েছেন। এর প্রেক্ষিতে কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।  

আরো পড়ুন:

দুর্গাপূজার ছুটিতে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ

সিলেটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন দিঘলিয়া উপজেলা আনসার প্রশিক্ষক মিলন মিয়া। তিনি জানান, দুর্গপূজার দায়িত্বে না দেওয়ায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অভিযোগ দেওয়া হয়েছে।

প্রথম অভিযোগকারী নারীর দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, গত চার বছর ধরে বিভিন্ন সময় ফোনে বা দেখা হলে অনৈতিক প্রস্তাব দেন উপজেলা আনসার প্রশিক্ষণ কর্মকর্তা মিলন। এমনকি তার সঙ্গে একান্ত সময় দিতে বলেন তিনি। প্রস্তাবে রাজি না হওয়ায় সদ্য সমাপ্ত দুর্গাপূজায় আনসার ডিউটিতে ১৬ সেপ্টেম্বর যাচাই-বাচাইতে কাগজপত্র সঠিক থাকার পরও নেশাখোর অপবাদ দিয়ে তাকে বাদ দেওয়া হয়। যদিও পরে অন্য একটি গ্রুপে তাকে দুর্গাপূজার ডিউটিতে নেওয়া হয়।

লিখিত অভিযোগে আরো এক নারী আনসার সদস্য উল্লেখ করেন, তিনি দরিদ্র অবস্থায় জীবনযাপন করছেন। দুর্গাপূজার ডিউটিতে লোক নিয়োগ হচ্ছে জানতে পেরে, গত ১৮ সেপ্টেম্বর ডিউটি পাওয়ার জন্য উপজেলা আনসার অফিসে যান। সেখানে উপজেলা আনসার প্রশিক্ষক মিলনের সঙ্গে তার কথা হয়। মিলন দুর্গাপূজায় ডিউটি দেবেন বলে আশ্বস্ত করেন। এক কপি ছবি, এক কপি ভোটার আইডি কার্ডের ফটোকপি ও মোবাইল নম্বর দিয়ে যেতে বলেন তিনি। 

লিখিত অভিযোগে তিনি বলেন, “গত ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা ১৯ মিনিটে মিলন স্যার আমাকে ফোন করে বলেন, পূজার ডিউটিতে বিনা প্রশিক্ষণপ্রাপ্ত লোক নেওয়ার কোনো সুযোগ নেই। তবুও তুমি যদি ডিউটির পূর্বে একান্তে আমার সঙ্গে নির্জনে সারাদিন কাটাতে পার, তাহলে আমি ডিউটির ব্যবস্থা করে দেব। এই কথা অন্য কাউকে জানাতে পারবা না।”

গাজীরহাট ইউনিয়ন আনসার কমান্ডার খায়রুল বলেন, “অভিযোগকারী আমার এলাকার মেয়ে। তিনি নেশার সঙ্গে জড়িত না। যাচাই-বাছাইয়ের দিন উপজেলা আনসার প্রশিক্ষক মিলন তাকে সবার সামনে নেশাখোর বলে অপবাদ দিয়ে আনসার ডিউটি থেকে বাদ দেন। পরে তাকে আমার গ্রুপে ডিউটিতে নেই।”

ভুক্তভোগী বলেন, “আনসার সদস্য প্রশিক্ষণ দেওয়ার পর থেকে আমাকে মিলন স্যার যখন দেখা হয় তখন ও মোবাইলে বিভিন্ন অশ্লীল কথা বলেন। এমনকি আমাকে অনৈতিক প্রস্তাব দেন। তার কথায় রাজি না হওয়ায় দুর্গাপূজা ডিউটি থেকে আমাকে নেশাখোর বলে বাদ দেন। আমি সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাই।”

দিঘলিয়া উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা শামসুনাহার খানম বলেন, “গত ১৬ সেপ্টম্বর দুর্গাপূজার আনসার ডিউটির যাচাই-বাচাইয়ের দিন একটা মেয়েকে মিলন নেশাখোর বলছিলেন আমি শুনেছি। এ ঘটনা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। অভিযোগকারীকে ডেকে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

খুলনা জেলা আনসার কমান্ড্যান্ট  মো.

মিনহাজ আরেফিন দিঘলিয়া উপজেলা আনসার প্রশিক্ষক মিলন মিয়ার বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, “সদর আনসার ভিডিপি কর্মকর্তা তারিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) তদন্ত কমিটি দিঘলিয়ার ঘটনাস্থলে যাবেন। তদন্ত কমিটি রির্পোট দেওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ প রস ত ব র ড উট ত সদস য উপজ ল

এছাড়াও পড়ুন:

জেন-জিদের হতাশা এবং উত্তরণের সিনেমায় বর্ষণ

নাটক-সিনেমায় অভিনয়ের জন্যই পরিচিত রাজীব সালেহীন। সর্বশেষ ‘দাগি’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন এই তিনি। পাশাপাশি বানিয়েছেন নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এবার পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণে আসছেন।

‘রবি ইন ঢাকা’ নামের সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। চলতি মাসের শেষে শুটিং শুরু হবে। গতকাল মঙ্গলবার দুপুরে খবরটি নিশ্চিত করে রাজীব সালেহীন বলেন, ‘জেন–জিদের হতাশা এবং তা থেকে উত্তরণ নিয়ে আমার এই ছবি।’

ইমতিয়াজ বর্ষণ

সম্পর্কিত নিবন্ধ