অনির্দিষ্টকালের জন্য রাজধানীর কয়েকটি জায়গায় সভা-সমাবেশ নিষিদ্ধ
Published: 6th, October 2025 GMT
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য রাজধানীর কয়েকটি জায়গায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে।
সোমবার (৬ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন:
শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড
নাটোরে নিহত ৩ জনের পরিচয় মিলেছে
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কয়েকটি জায়গায় সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে।
এই এলাকাগুলো হলো-বাংলাদেশ সচিবালয় (সংলগ্ন এলাকাসহ) এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকা (হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিংয়ের মধ্যবর্তী এলাকা)।
এ সংক্রান্ত নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ডিএমপি।
ঢাকা/মাকসুদ/সাইফ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাসচাপায় পথচারী নিহত, প্রতিবাদে চালক-হেলপারকে গণপিটুনি
নারায়ণগঞ্জে বাসচাপায় মোজাম্মেল হক (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই জন। পথচারীকে চাপা দেওয়ার প্রতিবাদে বাসের চালক ও তার সহকারীকি গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনত।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হক জেলার ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার মোক্তার হোসেনের ছেলে।
আরো পড়ুন:
নাটোরে নিহত ৩ জনের পরিচয় মিলেছে
নাটোরে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
আহতরা হলেন- মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বসতগাঁও এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে আনিসুর রহমান (৩৮) ও জয়পুরহাট জেলার নিক্তিপাড়ার তমিজউদদীন প্রামাণিকের ছেলে রানা বাবু (৪০)। তাদের নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘‘নারায়ণগঞ্জগামী মৌমিতা পরিবহনের একটি বাস পথচারী মোজাম্মেল হককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বাসটি দুটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে দুই জন আহত হন। এর প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা বাসচালক রুবেল (২৪) ও তার সহকারী নাঈম শেখকে (২৫) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।’’
ঢাকা/অনিক/রাজীব