ফেসবুক পোস্টের মন্তব্যে ধর্মীয় অবমাননার অভিযোগে ময়মনসিংহে সংস্কৃতিকর্মী আটক
Published: 6th, October 2025 GMT
ময়মনসিংহে ফেসবুক পোস্টে ‘ধর্ম নিয়ে অবমাননাকর’ মন্তব্য (কমেন্ট) করার অভিযোগ ওঠার পর সংস্কৃতিকর্মী শামীম আশরাফকে (৩৮) হেফাজতে নিয়েছে পুলিশ। আজ সোমবার সাড়ে নয়টার দিকে নগরের আমলাপাড়া এলাকা থেকে তাঁকে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
জেলা ডিবির (দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শামীম আশরাফ অবমাননাকর কথাবার্তা বলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অবমাননা করায় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। সমাজের ধর্মভীরু ও সচেতন লোকজনের মধ্যে নানা প্রশ্ন জেগেছে। আমাদের কাছে অভিযোগও রয়েছে, তাঁকে আমরা হেফাজতে নিয়েছি। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
খোঁজ নিয়ে জানা গেছে, শামীম আশরাফ নিজের ফেসবুকের একটি পোস্টে শামীম চৌধুরী নামের একজনের একটি কমেন্টের পাল্টা জবাবে ‘অবমাননাকর’ মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। ফেসবুকের ওই স্ট্যাটাসটি সোমবার দুপুরে ভাইরাল হলে শামীম আশরাফের গ্রেপ্তার ও বিচার দাবিতে ফেসবুকে স্ট্যাটাস দিতে থাকেন অনেকে।
পবিত্র কোরআন শরিফ অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত কর্মসূচি থেকে সংস্কৃতিকর্মী শামীম আশরাফকে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ ম ম আশর ফ ত কর ম ফ সব ক
এছাড়াও পড়ুন:
ময়মনসিংহে রিকশাচালককে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রদল নেতাকে বহিষ্কার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় রিকশাচালক খোকন মিয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রদল নেতা মো. নজরুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার ভোরে জেলা উত্তর ছাত্রদলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানানো হয়।
হত্যার ঘটনায় থানায় মামলা হলেও আজ সকাল পর্যন্ত গ্রেপ্তার হননি অভিযুক্ত ছাত্রদল নেতাসহ হামলায় অংশ নেওয়া ব্যক্তিরা।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ১০টা–১১টার মধ্যে ঈশ্বরগঞ্জের করমা গ্রামে রিকশাচালক মো. খোকন মিয়াকে হাত-পা ভেঙে ও পিটিয়ে হত্যা করা হয়। চাচাতো ভাইদের সঙ্গে জমি নিয়ে বিরোধে ঘটনাটি ঘটে। পিটিয়ে মুমূর্ষু অবস্থায় উঠানে ফেলে রাখলে পানির জন্য চিৎকার করলেও তাঁকে কেউ পানি দেননি, চিকিৎসার জন্য হাসপাতালেও নেননি। খবর পেয়ে রাত একটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোকন মিয়াকে পানি পান করিয়ে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিটিয়ে হত্যা করা হয় রিকশাচালক খোকন মিয়া