৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত
Published: 10th, October 2025 GMT
৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা শুক্রবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। ঢাকার ১৮৪টি কেন্দ্রে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়, চলে দুপুর ১২টা পর্যন্ত।
সরকারি কলেজে প্রভাষক নিয়োগের জন্য আয়োজিত এ পরীক্ষায় অংশ নিয়েছেন ৩ লাখের বেশি চাকরিপ্রার্থী।
আরো পড়ুন:
নজরুল কলেজে বিসিএস অ্যাডুকেশন অ্যাসোসিয়েশনের ৮ দাবিতে মানববন্ধন
ভাসানী বিশ্ববিদ্যালয়ের বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাস দেবে ছাত্রদল
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) দেওয়া তথ্য অনুযায়ী, ৬৮৩টি শূন্য পদের বিপরীতে ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন প্রায় ৩ লাখ ১২ হাজার প্রার্থী। প্রতি পদের জন্য প্রতিযোগিতা করছেন গড়ে ৪৫৬ জন।
সরকারি সাধারণ কলেজে ৬৫৩টি এবং শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি প্রভাষক পদ খালি আছে। সবচেয়ে বেশি শূন্য পদ আছে বাংলা বিভাগে ৬১টি। রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৩২টি এবং দর্শন ও রসায়ন বিভাগে ৩০টি করে পদ শূন্য আছে।
এ পরীক্ষার আবেদন প্রক্রিয়া চলে গত ২২ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত। সাধারণ প্রার্থীদের আবেদন ফি ছিল ২০০ টাকা এবং বিশেষ কোটাভুক্তদের জন্য ছিল ৫০ টাকা। বয়সসীমা নির্ধারণ করা হয়েছিল ২১ থেকে ৩২ বছর।
পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়। প্রশ্নপত্রে ছিল ২০০টি এমসিকিউ। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে এবং ভুল উত্তরের জন্য ০.
এ পরীক্ষায় অনিয়ম রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। মোবাইল ফোন, বই, ঘড়ি, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইসসহ সব ধরনের নিষিদ্ধ সামগ্রী কেন্দ্রে আনা নিষিদ্ধ ছিল। পরীক্ষাকেন্দ্রের ফটকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হয়। কানে কোনো ধরনের আবরণ রাখা নিষিদ্ধ ছিল।
ঢাকা/এএএম/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব স এস পর ক ষ র জন য ব স এস
এছাড়াও পড়ুন:
৪৯তম বিসিএস: তিন প্রার্থীর মনোনয়ন স্থগিত
৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর মাধ্যমে সাধারণ শিক্ষা ক্যাডারে সাময়িকভাবে মনোনীত তিনজন প্রার্থীর মনোনয়ন আপাতত স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বুধবার (২৬ নভেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রেজিস্ট্রেশন নম্বর ১২০২৭১৩০ (প্রভাষক, ইংরেজি), ১৫৬০৩৭০৫ (প্রভাষক, সমাজকল্যাণ) ও ১২০০৩৩১৪ (প্রভাষক, ইংরেজি)—এই তিন প্রার্থীর মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। তাঁদের ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে স্নাতক (সম্মান) পাসের মূল বা সাময়িক সনদ পিএসসিতে জমা দিতে অনুরোধ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সনদ জমা না দিলে তাঁদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কমিশন জানাবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ আছে।
আরও পড়ুনসহকারী শিক্ষক নিয়োগে আবেদন সাড়ে ৭ লাখ, প্রতি পদে ৭৩ প্রার্থী, পরীক্ষা কবে৭ ঘণ্টা আগেপিএসসির একটি সূত্র জানায়, বিসিএস পরীক্ষায় অ্যাপিয়ার্ড প্রার্থীদের অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। তবে চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের অবশ্যই স্নাতক (সম্মান) পাসের মূল বা সাময়িক সনদ জমা দিতে হয়। উল্লিখিত তিনজন প্রার্থী এখনো সনদ জমা না দেওয়ায় তাঁদের মনোনয়ন আপাতত স্থগিত করা হয়েছে।
আরও পড়ুনকর্নেল বিশ্ববিদ্যালয়ে অনলাইন কোর্স, জেনে নিন সব তথ্য৭ ঘণ্টা আগেআরও পড়ুন৪৭তম বিসিএস: লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আবারও যমুনা অভিমুখে মিছিলের ঘোষণা৪ ঘণ্টা আগে