বরগুনায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
Published: 13th, October 2025 GMT
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বরগুনার শাখারিয়ায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সোহাগ হাওলাদার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
রবিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
আরো পড়ুন:
নেত্রকোণা থেকে ঢাকা ও ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ
ঝিনাইদহে সড়কে প্রাণ গেল মায়ের, আহত মেয়ে
মারা যাওয়া সোহাগ বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের মজিবর হাওলাদারের ছেলে। আহত ব্যক্তির নাম সাইদুল ইসলাম। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোহাগ এবং সাইদুল মোটরসাইকেলে করে পটুয়াখালী যাচ্ছিলেন। শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় একটি নসিমন তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় দুই জনই সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন। আহত সাইদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।
হলদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কাশেম গাজী বলেন, “সড়ক দুর্ঘটনায় আমাদের এলাকার সোহাগ হাওলাদার নিহত হয়েছেন। মোটরসাইকেল চালক সাইদুলকে মুমূর্ষু অবস্থায় বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে।”
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, “নসিমনের হেডলাইট না থাকায় দুর্ঘটনা হয়েছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেনি পরিবার। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/ইমরান/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন আহত দ র ঘটন
এছাড়াও পড়ুন:
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১
নড়াইলের নড়াগাতী থানার যোগানিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইমদাদুল শেখ (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরো পাঁচ জন।
সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে যোগানিয়া বাজারের আমতলা মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ইমদাদুল শেখ নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের সিরাজুল শেখের ছেলে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চুন্নু শেখের সাথে একই গ্রামের নূর শিকদারের মধ্যে দীর্ঘ দিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।
এ ঘটনার জের ধরে সোমবার রাত সাড়ে ৭টার দিকে যোগানিয়া বাজারের আমতলা মোড়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় চেয়ারম্যানের পক্ষের লোকজনের ধারালো অস্ত্রের কোপে ঘটনা স্থলেই ইমদাদুল শেখ নামে এক যুবক নিহত হয়। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে বলেন, “নিহতের মরদেহ রাতেই উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
ঢাকা/শরিফুল/এস