সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্বে অবহেলার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুনকে সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

শ্রেণিকক্ষে টিকটক বানানোয় ৩ শিক্ষার্থী বহিষ্কার

কুষ্টিয়ায় জাল সনদে শিক্ষকতা, নেওয়া হলো ব্যবস্থা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্বে অবহেলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুনকে সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির রবিবার (১২ অক্টোবর) এ সিদ্ধান্ত অনুমোদন করেন এবং ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

এ ব্যাপারে শাখা ছাত্রদল সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, “চাকসু নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিন কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা ক্যাম্পাসে অবস্থান করেছেন। এ সময় তারা মামুনের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের প্রমাণ পেয়েছেন। সেই কারণে কেন্দ্রীয় সংগঠন শেষ পর্যন্ত বহিষ্কারের সিদ্ধান্তে পৌঁছেছে।”

তিনি আরো বলেন, “আমরা সংগঠনের পক্ষ থেকে একটি প্যানেল ঘোষণা করেছি। কিন্তু প্যানেলের বাইরে গিয়ে তার (মামুন উর রশিদ) অবস্থান লক্ষ্য করা গেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, আমরা শেষ পর্যন্ত তার বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।”

বহিষ্কৃত মোহাম্মদ মামুন উর রশিদ বলেন, “বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদে থাকলেও আমার কোনো মতামত নেওয়া হত না। তাই অনেক আগেই কমিটি থেকে সরে যেতে চেয়েছিলাম। প্যানেলের বাইরের কাউকে সমর্থন করার অভিযোগ সত্য নয় এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে বহিষ্কার করা হয়েছে।”

তিনি বলেন, “প্যানেল ঘোষণার সময় আমার কোনো মতামত নেওয়া হয়নি। ছাত্রদলের অনেকেই প্যানেলের বাইরে গিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন।”

২০২৩ সালের ১১ আগস্ট ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চবি শাখা ছাত্রদলের পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

এতে মোহাম্মদ আলাউদ্দিন মহসিন সভাপতি ও আব্দুল্লাহ আল নোমান সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে মামুনুর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো.

ইয়াসিন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. সাজ্জাদ হোসেন হৃদয়ের নাম ঘোষণা করা হয়। এরপর আর পূর্ণাঙ্গ কোনো কমিটি হয়নি চবি ছাত্রদলের।

ঢাকা/মিজান/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল ছ ত রদল র ক ন দ র য় ম হ ম মদ গঠন ক

এছাড়াও পড়ুন:

এশিয়ান থ্রোবল চ্যাম্পিয়নশিপে রানার্সআপ ট্রফি অর্জন করল সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব

মালয়েশিয়ার কুয়ালালামপুরের সুকুন অ্যারেনা ইনডোর কমপ্লেক্সে অনুষ্ঠিত এশিয়ান থ্রোবল প্রতিযোগিতা ২০২৫–এ বাংলাদেশের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ‘সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব’ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে। প্রতিযোগিতায় মালয়েশিয়া, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভারতের পুরষ ও নারী থ্রোবল খেলোয়াড়েরা এই প্রতিযোগিতায় অংশ নেন। এবারের আসরে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয় ভারত।

আরও পড়ুনএইচএসসি-সমমানের পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর৪ ঘণ্টা আগে

প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন এশিয়ান থ্রোবল ফেডারেশনের সভাপতি মুস্তাপা কামাল দাতো (মালয়েশিয়া)। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এশিয়ান থ্রোবল ফেডারেশনের সহসভাপতি লতিফ উদ্দিন (ভারত) ও রেজাউল করিম (বাংলাদেশ)। রেফারি  হিসেবে খেলা পরিচালনা করেন শ্রীলঙ্কার রমেশ মেহরাজ, ফায়াজ মারুফ ও মালয়েশিয়ার সলেহিন। বিজ্ঞপ্তি

সম্পর্কিত নিবন্ধ