Prothomalo:
2025-12-03@23:46:50 GMT

গোঁফ দিয়ে বানানো হলো স্যুট

Published: 17th, October 2025 GMT

অস্ট্রেলিয়ায় ২০২১ সালের নভেম্বরে একটি অভিনব স্যুট বানানো হয়। এটি পুরোটাই বানানো হয়েছে পুরুষদের গোঁফ দিয়ে। পুরুষদের স্বাস্থ্যসচেতনতার মাস ‘মোভেম্বর’ (নভেম্বর) উপলক্ষে এই ব্যতিক্রমী স্যুট বানিয়ে আলোচনায় এসেছে দেশটির একটি সৃজনশীল দল।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের এক প্রতিবেদনে বলা হয়, স্যুটটি বানানোর উদ্দেশ্য হলো, পুরুষদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা করা, সচেতনতা বাড়ানো এবং মানসিক স্বাস্থ্য সমস্যার নানা দিক তুলে ধরা। ব্যতিক্রমী স্যুটটি রেকর্ডসে স্থানে করে নিয়েছে। রেকর্ডসের ২০২৬ সালের সংস্করণে এটি নথিভুক্ত করা হবে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের গত মঙ্গলবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্যুটটির নকশা করেছেন অস্ট্রেলীয় শিল্পী পামেলা ক্লেম্যান-পাসি। তাঁর সঙ্গে কাজ করেছে বুলফ্রগ ক্রিয়েটিভ এজেন্সি ও ফ্যাশন ব্র্যান্ড পলিটিকস। দাড়ি-গোঁফে ছাঁট না দেওয়ার মাস ‘নো শেভ নভেম্বর’-এর পাশাপাশি ‘মোভেম্বর’-এর এই বিশেষ উদ্যোগ বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। গোঁফ দিয়ে তৈরি এই অনন্য স্যুট সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

স্যুট বানাতে হাজারো পুরুষ গোঁফ দান করেন। যাঁরা মানসিক বা শারীরিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার মুখোমুখি হয়েছেন, তাঁরাই চুল দান করেছেন। পাশাপাশি ‘সাসটেইনেবল সেলুনস’ নামের অস্ট্রেলিয়ার একটি প্রতিষ্ঠানের সংগৃহীত চুলও ব্যবহার করা হয়েছে। স্যুটের ভেতরের আস্তরণে একটি অনুপ্রেরণামূলক বার্তা লেখা আছে। বার্তাটি হলো, ‘পরীক্ষা করাও, খোলামেলা কথা বলো, নিজের শরীরের কথা শোনো।’

এই স্যুট তৈরিতে মাস্টার টেইলর নিকোস মানোলিস ও প্যাটার্ন মেকার মাইকেল টেলিস সহায়তা করেছেন। কালো সুতি ও পাতলা কাপড়ের মাঝে স্তরে স্তরে বসিয়ে গোঁফ দিয়ে স্যুটটি তৈরি করা হয়েছে। পরে এটি অস্ট্রেলিয়ার জনপ্রিয় টিভি শো ‘দ্য টুডে শো’তে প্রদর্শিত হয়। সঙ্গে সঙ্গে তা আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলে এবং পুরস্কার লাভ করে।

নকশাকার পামেলা স্যুটটি তাঁর প্রয়াত স্বামী পাসি জোকে উৎসর্গ করেছেন, যিনি ২০১৬ সালে ক্যানসারে মারা যান। পামেলার ভাষায়, ‘এটি শুধু একটি স্যুট নয়, বরং একটি বার্তা—পুরুষদের স্বাস্থ্য নিয়ে খোলামেলা কথা বলা জরুরি। আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন হতে হবে এবং সাহায্য চাইতেও দ্বিধা করা উচিত নয়।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর ছ ন ভ ম বর

এছাড়াও পড়ুন:

ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে ভূখণ্ড নিয়ে ‘কোনো আপস’ হয়নি: রুশ কর্মকর্তা

যুদ্ধের ইতি টানতে ইউক্রেনীয় ভূখণ্ড নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ‘কোনো আপস’ হয়নি। মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের বৈঠকের পর এক রুশ কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার মঙ্গলবার ক্রেমলিনে পুতিনের সঙ্গে বৈঠক করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে মারাত্মক যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার অংশ হিসেবে তাঁরা এ বৈঠক করেন। এ বৈঠক প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে এবং মধ্যরাতের পর শেষ হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ক্রেমলিনের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা কোনো আপসে পৌঁছাতে পারিনি। তবে মার্কিন কিছু প্রস্তাব নিয়ে আলোচনা এগোতে পারে।’

উশাকভ মঙ্গলবারের আলোচনাকে ‘খুবই ইতিবাচক ও গঠনমূলক’ উল্লেখ করলেও তিনি জোর দিয়ে বলেন, ‘ওয়াশিংটন ও মস্কো— উভয় পক্ষের সামনে এখনো অনেক কাজ বাকি।’

মার্কিন প্রতিনিধিদল একটি শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে রাশিয়ার রাজধানীতে গিয়েছিল। সেখানে আগের ফাঁস হওয়া ২৮ দফা শান্তি পরিকল্পনার খসড়ার হালনাগাদ সংস্করণ নিয়ে আলোচনা হয়। ফাঁস হওয়া ‘খসড়াটি রাশিয়ার পক্ষে গেছে’— ইউক্রেন ও দেশটির মিত্রদের এমন কঠোর সমালোচনার মুখে ওয়াশিংটন এতে পরিবর্তন আনে।

কিয়েভ ও ইউরোপের পাল্টা প্রস্তাবটিরও নিন্দা করেছে ক্রেমলিন। পুতিন বারবার বলে আসছেন, এটি তাঁর দেশের কাছে ‘অগ্রহণযোগ্য’।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো, রাশিয়া; ২ ডিসেম্বর, ২০২৫।

সম্পর্কিত নিবন্ধ