জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন ফখরুল ও সালাহউদ্দিন
Published: 17th, October 2025 GMT
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে জাতীয় সংসদের এলডি হল সংলগ্ন জাতীয় ঐক্যমত্য কমিশনের অফিসে পৌঁছেন এই দুই নেতা।
আরো পড়ুন:
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বিএনপিকে ধন্যবাদ জানালেন সারজিস
১৫ বছরে শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে: মঈন খান
সেখানে ইতোমধ্যে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বন্দরে সাংবাদিকের মোটর সাইকেল চুরি মামলায় আরিফ গ্রেপ্তার
বন্দরে সাংবাদিকের মোটর সাইকেল চুরি মামলায় আরিফ (১৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত আরিফ বন্দর থানার আমিন আবাসিক এলাকার ইসরাফিল মিয়ার ছেলে।
ধৃতকে সোমবার (১ ডিসেম্বর) দুপুরে বন্দর থানার ২(১০)২৫ নং মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
গত রোববার (৩০ নভেম্বর) রাতে বন্দর থানার আমিন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ২৫ আগস্ট বিকেলে বন্দর খানাবাড়ি এলাকা থেকে ওই মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় চোরের দল।
উল্লেখ্য, গত সোমবার বিকেলে সাংবাদিক মহিউদ্দিন সিদ্দিকী পেশাগত কাজ শেষে করে বন্দর খানাবাড়ি মোড়স্থ তার নিজ বাড়ির গেটের সামনে মোটরসাইকেলটি রেখে তার ফ্লাটে যায়।
ওই সময় উৎপেতে থাকা চোরের দল কৌশলে উল্লেখিত বিল্ডিংএ অনাধিকার প্রবেশ করে সাংবাদিক মহিউদ্দিন সিদ্দিকী ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। এ রির্পোট লেখা পর্যন্ত মোটরসাইকেল চুরি ঘটনার ৩ মাস অতিবাহিত হলেও চোরাইকৃত মোটরসাইকেলটি উদ্ধারের সংবাদ জানাতে পারেনি পুলিশ।