নীলফামারীর সৈয়দপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে আনোয়ারুল হক (৪০) ও ছামিউল ইসলাম (৩০) নামে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জিয়াউদ্দিন মাহমুদ এই রায় দেন।

আরো পড়ুন:

ঈশ্বরদীতে সংঘর্ষের ঘটনায় জামিন পেলেন জামায়াত প্রার্থী তালেব

আলোচিত রায়হান হত্যার রায় ৭ জানুয়ারি

দণ্ডপ্রাপ্ত আনোয়ারুল হক উপজেলার কামারপুকুর ইউনিয়নের কাঙ্গালপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে এবং ছামিউল ইসলাম একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২১ আগস্ট রাতে নিখোঁজ হন কামারপুকুর ইউনিয়নের কিসামত গ্রামের আবেদ আলীর মেয়ে আকলিমা খাতুন। পরদিন বাড়ির অদূরে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা মমতাজ বেগম বাদী হয়ে সৈয়দপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্তের একপর্যায়ে আনোয়ারুল হক ও ছামিউল ইসলামকে গ্রেপ্তার করলে তারা আকলিমাকে ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করেন।

নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা/সিথুন/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম মল হত য র

এছাড়াও পড়ুন:

বন্দরে সাংবাদিকের মোটর সাইকেল চুরি মামলায় আরিফ গ্রেপ্তার

বন্দরে সাংবাদিকের মোটর সাইকেল চুরি মামলায় আরিফ (১৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত আরিফ বন্দর থানার আমিন আবাসিক এলাকার ইসরাফিল মিয়ার ছেলে।

ধৃতকে  সোমবার (১ ডিসেম্বর) দুপুরে বন্দর থানার ২(১০)২৫ নং মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

গত রোববার (৩০ নভেম্বর) রাতে বন্দর থানার আমিন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ২৫ আগস্ট বিকেলে  বন্দর  খানাবাড়ি এলাকা থেকে   ওই মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় চোরের দল।

উল্লেখ্য,  গত সোমবার বিকেলে সাংবাদিক মহিউদ্দিন সিদ্দিকী পেশাগত কাজ শেষে করে বন্দর  খানাবাড়ি মোড়স্থ তার  নিজ বাড়ির গেটের সামনে  মোটরসাইকেলটি রেখে তার ফ্লাটে যায়।

ওই সময় উৎপেতে থাকা চোরের দল কৌশলে উল্লেখিত বিল্ডিংএ অনাধিকার প্রবেশ করে সাংবাদিক মহিউদ্দিন সিদ্দিকী ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। এ রির্পোট লেখা পর্যন্ত মোটরসাইকেল চুরি ঘটনার ৩ মাস  অতিবাহিত হলেও চোরাইকৃত মোটরসাইকেলটি  উদ্ধারের সংবাদ জানাতে পারেনি পুলিশ।  
 

সম্পর্কিত নিবন্ধ