নতুন যুগের শুরুটা ভালো হলো না রোহিত শর্মা ও বিরাট কোহলির। নতুন অধিনায়ক শুবমান গিলের অধীনে প্রথম ম্যাচে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে রোহিত ফিরেছেন ৭ রান করে। আর কোহলি ৮ বলে কোনো রানই করতে পারেননি।

রোহিত কাটা পড়েছেন জশ হ্যাজলউডের বলে স্লিপে ম্যাট রেন শর হাতে ক্যাচ দিয়ে। আর কোহলি মিচেল স্টার্কের বলে ড্রাইভ খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়েছেন কুপার কনোলির হাতে।

অস্ট্রেলিয়ার মাটিতে ৩০ ওয়ানডেতে এই প্রথম শূন্য রানে ফিরলেন কোহলি। জেমস অ্যান্ডারসনের পর দ্বিতীয় বোলার হিসেবে কোহলিকে দুইবার শূন্যতে ফেরালেন স্টার্ক।

রোহিত ও কোহলি দুজনই সর্বশেষ ভারতের হয়ে খেলেছেন ৭ মাস আগে। সর্বশেষ দুজনকে দেখা গেছে চলতি বছরের ৯ মার্চ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে।এরপর দুজন খেলেছেন শুধু আইপিএলে, সেটিও ৫ মাস আগে। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন দুজন।

আজ ২২৩ দিন পর দুজনের জন্য ফেরাটা ছিল খানিকটা অন্যরকম। ভারতের সিনিয়র এই দুই ক্রিকেটারকে এই সিরিজে খেলতে হচ্ছে তরুণ অধিনায়ক গিলের নেতৃত্বে। অস্ট্রেলিয়া সিরিজের আগে ভবিষ্যতের কথা মাথায় রেখে রোহিতকে সরিয়ে গিলকে অধিনায়ক করা হয়েছে। এর আগে রোহিতের কাছ থেকেই টেস্ট অধিনায়কত্ব নেন গিল।

রোহিত ও কোহলি সর্বশেষ অন্যের অধিনায়কত্বে খেলেছেন ২০১৬ সালের ২৯ অক্টোবর, মহেন্দ্র সিং ধোনির অধীনে। এরপর ধোনির কাছ থেকে ওয়ানডে অধিনায়কত্ব যায় কোহলির হাতে। ২০২১ সাল পর্যন্ত তিনিই ছিলেন অধিনায়ক। কোহলি থেকে ব্যাটন যায় রোহিতের কাছে। আর রোহিত থেকে গিল। এ ছাড়া এই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ দুজনের শেষ সিরিজ হতেও পারে বলেও গুঞ্জন আছে।

টসে হেরে ব্যাটিং করতে নেমে ভারত ২৫ রানেই হারিয়েছে ৩ উইকেট। রোহিত কোহলি ছাড়া আউট হয়েছেন অধিনায়ক গিলও। তাঁকে আউট করেছেন নাথান এলিস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত খেলা চলছিল।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শিশুদের হত্যার ভয় দেখিয়ে মিরসরাইয়ের দুই বাড়িতে ডাকাতি

চট্টগ্রামের মিরসরাইয়ে একই গ্রামের দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল ওই দুই বাড়ির চার পরিবারের পরিবারের পুরুষ সদস্যদের বেঁধে শিশু ও নারীদের জিম্মি করে টাকা, স্বর্ণালংকার, কম্বল ও মুঠোফোন নিয়ে যায়। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টা থেকে ভোর সাড়ে চারটা পর্যন্ত উপজেলার হিঙ্গলী ইউনিয়নের একটি গ্রামের পাশাপাশি দুই প্রবাসী বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, বুধবার রাত দেড়টার দিকে ডাকাত দল প্রথম হানা দেয় কুয়েত প্রবাসীর বাড়িতে। দ্বিতল পাকা বাড়ির মূল ঘর লাগোয়া রান্নাঘরের গ্রিল কেটে ডাকাত দল ঘরে ঢোকে। দলে সাত থেকে আটজন ছিল বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। এ সময় প্রবাসীর স্ত্রী ও সন্তান একা ছিলেন ঘরে। ডাকাত দল ওই বাড়িতে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও সন্তানকে হত্যার হুমকি দিয়ে ৫০ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকার ও একটি মুঠোফোন নিয়ে যায়।

ওই বাড়ির দ্বিতীয় তলায় দুই ভাড়াটিয়ার বাড়িতেও ডাকাতেরা হানা দেয়। সেখান থেকে চার হাজার টাকা ও দুটি মুঠোফোন নিয়ে যায় তারা।

রাত চারটার দিকে প্রথম বাড়ি থেকে ৫০০ মিটার পশ্চিমে আরেক প্রবাসীর বাড়িতে দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে ডাকাত দলের সদস্যরা। সেখানে একতলা নির্মাণাধীন বাড়ির মালিক সৌদি আরব প্রবাসীর শ্বশুর, তাঁর স্ত্রী ও ছোট দুই শিশুপুত্র ছিল। শাবল দিয়ে সদর দরজা ভেঙে ঘরে ঢুকে পুরুষ সদস্যদের হাত পা বেঁধে ফেলে ডাকাতেরা। পরে দুই শিশুকে হত্যা ও বাড়ির নারীদের ধর্ষণের হুমকি দিয়ে নগদ ৫০ হাজার টাকা, সাতটি কম্বল ও একটি মুঠোফোন নিয়ে যায়। ২২ মিনিটের মধ্যে ডাকাতি শেষ করে নির্বিঘ্নে চলে যায় তারা।

ডাকাতির শিকার এক প্রবাসীর স্ত্রী প্রথম আলোকে বলেন, রাত দেড়টার দিকে রান্নাঘরের জানালা ভেঙে ডাকাত দলের সদস্যরা ঘরে ঢুকে পড়ে। তাদের পরনে হাফপ্যান্ট ও কালো রঙের মুখোশ ছিল। তাদের সবার হাতে দেশি ধারালো অস্ত্র ছিল। ডাকাতেরা তাকে ছুরি দিয়ে আঘাত করে। ধর্ষণের হমকি দেয়। তাঁর ছেলেকেও মারধর করে। এরপর তারা দ্বিতীয় তলায় তাঁর দুই ভাড়াটিয়ার ঘরেও হানা দেয়।

ডাকাতি হওয়া আরেক বাড়ির বাসিন্দা প্রবাসীর শ্বশুর প্রথম আলোকে বলেন, মেয়ের স্বামী প্রবাসে থাকায় একা বাড়িতে তিনি সবার দেখভাল করেন। বুধবার ভোর চারটার দিকে ঘরের দরজা ভেঙে সাত–আটজন ডাকাত ঢুকে দেশি অস্ত্রের মুখে তাঁকে বেঁধে ফেলে। এরপর মেয়েকে ধর্ষণ ও দুই নাতিকে হত্যার হুমকি দেয় তারা। এ সময় ঘরে থাকা ৫০ হাজার টাকা, ৭টি কম্বল ও একটি মুঠোফোন নিয়ে গেছে ডাকাতরা। ২২ মিনিট সময়ের মধ্যে ঘরের ভেতর তাণ্ডব চালিয়ে চলে যায় তারা।

দুই বাড়ির চারটি পরিবারে ডাকাতির ঘটনার বিষয় জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আবদুল হালিম প্রথম আলোকে বলেন, বুধবার রাতে হিঙ্গুলী ইউনিয়নে এক বাড়িতে গ্রিল কেটে ও আরেক বাড়িতে দরজা ভেঙে চুরি বা ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত হচ্ছে। গ্রামটি ফেনী নদীর পাড়ে হওয়ায় নদীর উত্তর পাশের ছাগলনাইয়া উপজেলার সমিতির বাজার এলাকা থেকে শেষ রাতে ডাকাত দল এখানে এসে হানা দেয় বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ

  • সৈয়দ আব্দুল হাদীর জীবনের গান
  • ওমান থেকে ফিরল ৭ প্রবাসীর মরদেহ, আজ জানাজা
  • কৃত্রিম হাত খুলে যাওয়া আতিকুলের বাসায় নাহিদ ইসলাম
  • জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান কয়েক মিনিট দেরিতে শুরু হতে পারে: প্রেস সচিব
  • আগামী মাসে ইউরোপে আফ্রিকান দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল
  • আগারকারের ওপর শামি কেন ক্ষুব্ধ
  • অপারেশন কিলোফ্লাইটের ক্যাপ্টেন সাহাবউদ্দিন আহমেদ বীর উত্তম আর নেই
  • ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা
  • শিশুদের হত্যার ভয় দেখিয়ে মিরসরাইয়ের দুই বাড়িতে ডাকাতি