এ সময়ের জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। ছোট পর্দা, বড় পর্দা ও ওটিটি প্ল্যাটফর্ম—সব জায়গাতেই নিয়মিত কাজ করে যাচ্ছেন। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে তার নতুন ওয়েব ফিল্ম ‘তোমার জন্য মন’। এটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। এতে ইয়াশের বিপরীতে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী।
শিহাব শাহীনের পরিমিত সংলাপ, আবেগঘন চিত্রায়ণ এবং ইয়াশ–তটিনীর মায়াবী রসায়নে চলচ্চিত্রটি মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছে।
আরো পড়ুন:
সাহেবের সঙ্গে বাগদান সারলেন সুস্মিতা?
অভিনেত্রী সালি কর্কল্যান্ড মারা গেছেন
এ প্রসঙ্গে ইয়াশ রোহান বলেন, “ওটিটি প্ল্যাটফর্মে এখন গল্পই রাজা। বড় পর্দা, ছোট পর্দা বা ডিজিটাল স্ক্রিন—সব জায়গাতেই দর্শক চায় ভালো গল্প, ভালো অভিনয় এবং কিছু অপ্রত্যাশিত অনুভব। ‘তোমার জন্য মন’ ঠিক এমনই এক গল্পের ওয়েব ফিল্ম। কাজটি নিয়ে এত সাড়া পাব ভাবিনি।”
এমন গল্পের ওয়েব ফিল্মে কাজ করার কারণ ব্যাখ্যা করে ইয়াশ রোহান বলেন, “নির্মাতা যখন আমাকে গল্পটি শোনান, তখন অর্ধেক শুনেই ভেবেছিলাম কিছুটা আন্দাজ করতে পারব। কিন্তু শেষ পর্যন্ত সবকিছুই অপ্রত্যাশিতভাবে বদলে যায়। সেই চমকই আমাকে কাজটি করতে উদ্বুদ্ধ করেছে।”
খানিক ব্যাখ্যা করে ইয়াশ রোহান বলেন, “তোমার জন্য মন’ প্রেমের গল্প হলেও এর ভেতর লুকিয়ে আছে আত্মপরিচয়, মূল্যবোধ ও জীবনের বাস্তব উপলব্ধি। দৃশ্যায়ন হয়েছে যশোর ও কক্সবাজারে; যেখানে প্রকৃতি ও অনুভূতি মিলেমিশে এক অনন্য রোমান্টিক আবহ তৈরি করেছে। দর্শক শেষ দৃশ্য পর্যন্ত অপেক্ষা করলে বুঝবেন, প্রেম মানে কেবল একে–ওকে পাওয়া নয়, প্রেম মানে নিজেকে চিনে ফেলা।”
নির্মাতা শিহাব শাহীন বলেন, “এটি একটি ‘ফিল-গুড’ রোমান্টিক গল্প, কিন্তু শেষটা দর্শক যেমন ভাববে, তেমন হবে না। অনেক সময় গল্পের শেষটা অনুমান করা যায়, এখানে দর্শক অপ্রত্যাশিত কিছু পাবে।”
অল্প সময়ের মধ্যে ইয়াশ ও তটিনী হয়ে উঠেছেন দর্শকের প্রিয় জুটি। নাটক বা ওয়েব কনটেন্ট—যেখানেই তারা একসঙ্গে কাজ করেছেন, দর্শক পেয়েছেন এক বিশেষ রসায়ন। তবে দুজনের সম্পর্ক নিয়ে যে প্রেমের গুঞ্জন শোনা যায়, তা উড়িয়ে দিয়েছেন ইয়াশ।
এ বিষয়ে ইয়াশ রোহান বলেন, “তটিনী আমার ভালো বন্ধু, সহশিল্পী। আমরা একসঙ্গে অনেক কাজ করেছি, তাই একে অপরকে বুঝি। দর্শক যেভাবে আমাদের গ্রহণ করছে, সেটিই সবচেয়ে বড় পুরস্কার,”
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক ক জ কর
এছাড়াও পড়ুন:
আমলকী ও ডালিমের রস একসঙ্গে খেলে পাবেন এই চার উপকার
আমলকী ও ডালিমে আছে ভিটামিন সি ও অ্যান্টি–অক্সিডেন্ট–জাতীয় অন্যান্য উপাদান। সুস্থতার জন্য অপরিহার্য এসব উপাদান যখন একই পানীয় থেকেই পেয়ে যাবেন, তখন পাবেন এসব উপকার—
বাড়বে রোগ প্রতিরোধক্ষমতারোগজীবাণুর আক্রমণ থেকে প্রাথমিক সুরক্ষা পাওয়ার জন্য আপনাকে পর্যাপ্ত ভিটামিন সি গ্রহণ করতে হবে রোজ। এমনকি ঠান্ডা-কাশি উপশমে প্রদাহ কমাতে কাজে আসে ভিটামিন সি। ক্ষত সারাতেও সাহায্য করে এই ভিটামিন। আমলকী আর ডালিমের রস থেকে আপনি এসব উপকার পাবেন।
হৃৎপিণ্ড থাকবে সুস্থঅ্যান্টি–অক্সিডেন্ট–জাতীয় উপাদান থাকার কারণেই এই পানীয় আমাদের রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আমাদের দেহে প্রদাহ কমাতেও সাহায্য করে।
দীর্ঘমেয়াদী প্রদাহের কারণে রক্তনালীর ভেতর নেতিবাচক পরিবর্তন ঘটতে পারে। প্রদাহ এবং কোলেস্টেরলের উচ্চ মাত্রার কারণে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বাড়ে। অ্যান্টি–অক্সিডেন্টে ভরপুর আলমকী ও ডালিমের পানীয় পরোক্ষভাবে আপনার হৃৎপিণ্ড সুস্থ রাখতে সাহায্য করবে।
আরও পড়ুনকোন পানীয় কখন আপনার কিডনির জন্য ক্ষতিকর হতে পারে২৮ এপ্রিল ২০২৫ত্বক হবে কোমলবয়সজনিত কারণে ত্বকে যেসব পরিবর্তন হয়, সেসব সামলাতে প্রয়োজন ভিটামিন সি। কারণ, আমাদের ত্বক কোলাজেন নামের যে প্রোটিন দিয়ে গঠিত, সেই প্রোটিন তৈরির জন্য ভিটামিন সি আবশ্যক।
ত্বকের স্বাভাবিক স্থিতিস্থাপকতা এবং কোমলতা ধরে রাখতে তাই খেতে হয় ভিটামিন সি। তাতে বলিরেখার হারও কমে। বুঝতেই পারছেন, আমলকী আর ডালিমের রস ত্বকের তারুণ্য ধরে রাখতে কতটা উপকারী।
মস্তিষ্কের ওপর প্রভাবঅ্যান্টি–অক্সিডেন্ট–জাতীয় উপাদান মস্তিষ্কের জন্যও উপকারী। মস্তিষ্কের প্রদাহ কমাতে সহায়ক। মস্তিষ্ককে সতেজ রাখতে এবং স্মৃতিভ্রমের ঝুঁকি কমাতে আমলকী আর ডালিমের রস খেতে পারেন মাঝেমধ্যেই।
আরও পড়ুনএই ৪ পানীয় আর্টারি প্লাক দূর করতে সহায়ক, শুনুন চিকিৎসকের পরামর্শ২৩ অক্টোবর ২০২৫