বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “রাজনৈতিক অস্থিরতায় প্রশাসন নীরব থাকতে পারে না। প্রশাসনকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। দেশের স্থিতিশীলতা রক্ষায় তাদের গঠনমূলক ভূমিকা রাখতে হবে।’’

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কেরাণীগঞ্জ দক্ষিণ থানার আগানগরে কেরাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

আরো পড়ুন:

পঞ্চগড়ে জামায়াতে যোগ দিলেন সাবেক স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩২ জন

বিএনপির ৩১ দফা: অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক দর্শনের রূপরেখা

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “স্বাধীন ও স্বাবলম্বী নারীর চেতনায় জেগে উঠবে আগামী প্রজন্মের বাংলাদেশ। আলোকিত হবে নতুন দিগন্তে।’’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু প্রমুখ।

ঢাকা/শিপন/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ র

এছাড়াও পড়ুন:

গোবিপ্রবির ৬ কর্মকর্তা বরখাস্ত

বিভিন্ন অভিযোগে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) চাকরি থেকে তিন কর্মকর্তাকে স্থায়ী ও তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিষয়টি সাংবাদিকদের জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. এনামউজ্জজামান ওই ছয়জনের বরখাস্তের আদেশে স্বাক্ষর করেছেন।

আরো পড়ুন:

নানা অভিযোগে বরখাস্ত হওয়া শিক্ষককে ফেরাতে শিক্ষার্থীদের অবস্থান

চাঁদপুরে চাল বিতরণে অনিয়ম করায় ইউপি চেয়ারম্যান-সদস্য বরখাস্ত

স্থায়ী বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, সহকারি রেজিস্ট্রার (স্টোর) মোহাম্মদ সাইফুল্লাহ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলাম ও সিনিয়র মেডিকেল অফিসার ডা. অভিষেক বিশ্বাস।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ফারজানা ইসলাম, নজরুল ইসলাম, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কাস দপ্তরের উপ-পরিচালক তুহিন মাহমুদ।

রেজিস্ট্রার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ২০১৮ এর ২ (চ) ধারা মোতাবেক ওইসব কর্মকর্তারা পলাতক থাকায় এবং একই আইনের ৪ এর উপধারা ৫(ঘ) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্টার ফারজানা ইসলাম, নজরুল ইসলাম ও উপ-পরিচালক তুহিন মাহমুদকে সাময়িক এবং সহকারি রেজিস্টার (স্টোর) মোহাম্মদ সাইফুল্লাহ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলাম ও সিনিয়র মেডিকেল অফিসার ডা. অভিষেক বিশ্বাসকে স্থায়ী বরখাস্ত করা হয়েছে।

ঢাকা/বাদল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ