চট্টগ্রাম ওয়ার সিমেট্রি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত ১৮ জন জাপানি সৈন্যের দেহাবশেষ উত্তোলন ও জাপানে প্রত্যাবর্তনের প্রক্রিয়া সফলভাবে শেষ হয়েছে।

জাপান সরকারের মনোনীত ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ দল গত ১৭ থেকে ২৮ নভেম্বর চট্টগ্রামে অবস্থান করে খনন ও উত্তোলন কাজ পরিচালনা করে।

সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের নির্দেশনায় পুরো কার্যক্রমে নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা দেয় বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চল। সার্বিক তত্ত্বাবধান ও খননকার্যে নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধা ও খনন বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল (অব.

) কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক।

উত্তোলন শেষে ২৮ নভেম্বর সেনাবাহিনীর একটি চৌকস দল দেহাবশেষগুলোর প্রতি যথাযোগ্য সামরিক মর্যাদায় গার্ড অব অনার দেয়। পরে দেহাবশেষ জাপানে পাঠানো হয়। এর আগে ২০২৪ সালে জাপানের অনুরোধে কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ২৩ জন জাপানি সৈন্যের দেহাবশেষ উত্তোলন করে দেশে পাঠানো হয়।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ডেঙ্গুতে আক্রান্ত সানিকে দেখতে গেলেন টিপু

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং দৈনিক দেশের আলো’র সম্পাদক ও প্রকাশক আনিসুল ইসলাম সানি ডেঙ্গু জ¦রে আক্রান্ত।

গত রোববার (৩০ নভেম্বর) তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সোমবার (১ ডিসেম্বর) চিকিৎসকের পরামর্শে তার রক্ত পরীক্ষা করার পর ডেঙ্গু পজিটিভ হয়। তিনি এখন চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসাধীন আছেন। আনিসুল ইসলাম সানি তার রোগমুক্তির জন্য সকলের নিকট দোয়া ও সুস্থতা কামনা করেছেন। 

এদিকে (১ ডিসেম্বর) সোমবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানিকে  তার বাস ভবনে দেখতে যান নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র সদস্য সচিব এড. মোঃ আবু আল ইউসুফ খান টিপু এসময় তার সাথে আরো ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, ১৩ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক হীরা সরদার, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মোঃ দুলাল, বিএনপি নেতা মনির হোসেন ও মোঃ মাসুদ প্রমূখ।

সম্পর্কিত নিবন্ধ