নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, অনেকেই বলে মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মান দেয়া হয় ,ভাতা দেয়া হয়, কিন্তু আমি মনে করি এখন মুক্তিযোদ্ধারা প্রকৃত সম্মান পাচ্ছে না। আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি জাতির কাছে কোনো প্রত্যাশা নিয়ে না।

আমাদের লক্ষ্য -উদ্দেশ্য ছিলো জীবন দিয়ে হলেও দেশকে রক্ষা করা। পরবর্তী প্রজন্ম যেন একটি ভালো বাংলাদেশ পায় সে জন্য যুদ্ধ করেছি। মুক্তিযোদ্ধাদের মধ্যে দেশপ্রেম আছে। দেশের প্রয়োজনে অনেক কিছু করতে এখনো মনে চায়। কিন্তু বয়সের কারণে অনেক কিছু করতে পারি না।

দেশের প্রতি ভালোবাসা থেকে যে তরুণরা একাত্তরে জীবনের ঝুঁকি নিয়েছিলেন তাদের সম্মান জানাতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগ নিতে হবে।

‎বিজয় মাসের প্রথম দিন ‘মুক্তিযোদ্ধা দিবস’ উপলক্ষে সিদ্ধিরগঞ্জের হলি উইলস স্কুল আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সোমবার দুপুরে গিয়াস উদ্দিন ইসলামী মডেল কলেজে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক গোলাম সারোয়ার সাঈদ।

‎এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ দৈনিক অগ্রবানীর সম্পাদক মোঃ হারুন অর রশিদ চৌধুরী স্বপন, অনলাইন নিউজ পোর্টাল নারায়ণগঞ্জ ভয়েস ডট কমের নির্বাহী সম্পাদক কাওসার মাহমুদ।

‎অনুষ্ঠানে  সম্মাননাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা হলেন- ‎মো.

শফিউদ্দিন, আবদুল আজিজ দেওয়ান, মিজানুর রহমান, তারক চন্দ্র বাড়ই ও মো. শহীদুল্লাহ। ‎হলি উইলস স্কুল ১৫ বছর ধরে ‘মুক্তিযোদ্ধা দিবসে’ মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করে থাকে। যাতে নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ অন ষ ঠ উদ দ ন

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর দোয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জ উত্তর থানা। 

এতে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. ইকবাল হোসাইন বলেন, এই মুহূর্তে রাজনৈতিক বিষয় নয়, মায়ের পাশে ছেলের উপস্থিতিই সবচেয়ে জরুরি।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধায় সিদ্ধিরগঞ্জের মাদানীনগর বটতলা এলাকায় জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে ড. ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বারের বরাত দিয়ে বলেন, “কোনো রাজনৈতিক বিষয় নয়, এই মুহূর্তে দরকার মায়ের পাশে ছেলের উপস্থিতি।” তিনি খালেদা জিয়ার জন্য জামায়াতের কার্যালয়ে দোয়া করতে পারাকে আল্লাহ তাআলার কাছে সৌভাগ্য বলে উল্লেখ করেন।

নিজের বক্তব্যের সময় ড. ইকবাল হোসাইন জামায়াতের আদর্শিক সংগ্রাম তুলে ধরেন। তিনি বলেন, “আমরা প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী এবং শহীদ মাওলানা সাঈদীর রক্তের বিনিময়ে বিজয়ী হয়েছি।” তিনি আরও বলেন, “এই সংকটকালে জাতী বেগম জিয়ার অনুপস্থিতিতে আরও শূন্য হয়ে যাবে।”

বক্তব্য শেষে অনুষ্ঠিত মোনাজাতে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষভাবে দোয়া করা হয়। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, “খালেদা জিয়া এখন মৃত্যুর সন্ধিক্ষণে। আমরা প্রাণখুলে হাত তুলে দোয়া করছি, তুমি তাকে সুস্থ করে দাও।”

উক্ত দোয়া মাহফিলে সিদ্ধিরগঞ্জ উত্তর থানা আমীর মাওলানা মোস্তফা কামাল-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সিদ্ধিরগঞ্জ উত্তর থানা সেক্রেটারি কামরুল ইসলাম রিপন, সিদ্দির পশ্চিম থানার আমীর মাহাবুব আলম, সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানার আমীর কফিলউদ্দিন সহ স্থানীয় জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • খালেদা জিয়ার সুস্থতা কামনায়  সিদ্ধিরগঞ্জে মান্নানের দোয়া
  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাদ্রাসার ছাত্রদের নিয়ে মহানগর যুবদলের দোয়া
  • নারায়ণগঞ্জে থানা থেকে লুট হওয়া শটগান উদ্ধার 
  • বন্দরে বিএনপি নেতা হান্নান ও সুলতানের বহিষ্কার আদেশ প্রত্যাহার
  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় না’গঞ্জ পূজা পরিষদের বিশেষ প্রার্থনা 
  • জাসাস নেতা নুরুর মৃত্যুতে আনিসুল ইসলাম সানি’র শোক
  • বাংলা‌দেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন 
  • নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীর দায়িত্ব গ্রহণ
  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর দোয়া