টিউলিপের সাজা: যুক্তরাজ্যের সংবাদমাধ্যমগুলো কী বলছে
Published: 1st, December 2025 GMT
যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিককে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে বাংলাদেশের একটি আদালত দুই বছরের কারাদণ্ড দিয়েছে, যা যুক্তরাজ্যের সংবাদমাধ্যমে গুরুত্বের সাথে প্রকাশিত হয়েছে। বিবিসি শিরোনাম করেছে ‘টিউলিপ সিদ্দিক এমপিকে বাংলাদেশে কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে তাঁর অনুপস্থিতিতে বিচারের পরে’। গার্ডিয়ান শিরোনাম করেছে ‘বাংলাদেশের আদালত যুক্তরাজ্যের এমপি টিউলিপকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে তাঁর অনুপস্থিতিতে’। দ্য ইনডিপেনডেন্ট শিরোনাম করেছে ‘বাংলাদেশে দুর্নীতির জন্য লেবার এমপি টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে’।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: য ক তর জ য র ট উল প
এছাড়াও পড়ুন:
সুফিয়া কামালের প্রথম ছবি
এমন একটা সময় ছিল, যখন ছবি তোলাকে গর্হিত কাজ বলে মনে করা হতো। সেই সময় মুসলমান পুরুষরাও ক্যামেরার সামনে দাঁড়ানোর সাহস দেখাতেন না। আর অন্তঃপুরের নারীদের ছবি তোলা তখন ছিল এক কল্পনাতীত ব্যাপার! ওই রকম একটা রুদ্ধ সময়ে রক্ষণশীল সমাজের ভ্রুকুটি উপেক্ষা করে স্টুডিওতে গিয়ে ছবি তোলেন কবি সুফিয়া কামাল। কলকাতার বিখ্যাত সি. গুহ স্টুডিওতে তোলা হয় ছবি। সেই ছবি ছাপা হয় ১৯২৯ সালের সেপ্টেম্বর মাসে, মাসিক সওগাত পত্রিকার মহিলা সংখ্যায়। ছবিটি যখন তোলা হয়, তখন সুফিয়া কামালের বয়স ১৮। সওগাতের পাঠকের কাছে তিনি তখন পরিচিত ছিলেন সুফিয়া এন. হোসেন নামে।
সুফিয়া কামাল। সওগাত [মহিলা সংখ্যা], ভাদ্র ১৩৩৬ বঙ্গাব্দে প্রকাশিত। আলোকচিত্র: চারু গুহ