‘ছাত্রলীগ কর্মী’ সন্দেহে গ্রেপ্তার হওয়া কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির সেই শিক্ষার্থীর জামিন হয়েছে। আজ সোমবার দুপুরে কুমিল্লার শিশু আদালতের বিচারক ইয়াছিন আরাফাত কিশোরের জামিন মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

আদালত সূত্রে জানা গেছে, গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে ১৫ বছর বয়সী ওই কিশোরকে আজ সোমবার কুমিল্লার আদালতে হাজির করা হয়। জামিন হওয়ায় আদালত থেকেই তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে ওই কিশোরের পরিবার বলছে, জামিন হলেও এমন ঘটনায় ছেলেটি হতভম্ব। এ ছাড়া বার্ষিক পরীক্ষায় বসতে না পারায় তার শিক্ষাজীবন থেকে একটি বছর নষ্ট হয়ে গেছে।

ওই কিশোরের বাড়ি নাঙ্গলকোট উপজেলার একটি ইউনিয়নে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৭ নভেম্বর দিবাগত রাত তিনটার দিকে নিজ বাড়ি থেকে ওই কিশোরকে আটক করে নাঙ্গলকোট থানা–পুলিশ। পরদিন পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে থানায় করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ২০ নভেম্বর কিশোরের বার্ষিক পরীক্ষা শুরু হয়। আটকের পর ছেলের পরীক্ষার প্রবেশপত্র নিয়ে পুলিশের কাছে গেছেন বাবা। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এ ঘটনার কারণে এ বছর পরীক্ষা থেকে ছিটকে পড়েছে ইমরান।

ঘটনার পর কিশোরের বাবা দাবি করেন, তাঁর ছেলের শিক্ষার্থীর বাইরে আর কোনো পরিচয় নেই। পুলিশ নিজেদের গ্রেপ্তারের ‘কোটা’ পূরণ করতে ভিত্তিহীন অভিযোগে তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছে। যদিও ঘটনার পর পুলিশ দাবি করেছে, গ্রেপ্তারকৃত কয়েকজন ছাত্রলীগ কর্মীর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই কিশোরকে গ্রেপ্তার করে তারা।

আজ সোমবার সন্ধ্যায় নাম প্রকাশে অনিচ্ছুক কিশোরের আইনজীবী প্রথম আলোকে বলেন, ১৮ নভেম্বর কিশোরকে আদালতে হাজির করা হয়। পরে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখানে থেকে তাকে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। আজকে জামিন আবেদনের শুনানি থাকায় কিশোরকে গাজীপুর থেকে কুমিল্লার আদালতে হাজির করা হয়। পরে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেছেন। এরপর কিশোরকে আদালত থেকেই পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

সোমবার সন্ধ্যায় ওই শিক্ষার্থীর বাবা প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলের জামিন হয়েছে, এটাই আমার কাছে বড় আনন্দের বিষয়। তবে এমন ঘটনায় আমার ছেলেটা কেমন জানি হতভম্ব হয়ে পড়েছে। আদালত থেকে বিকেলে বাড়ি এসেছি। ছেলেটা এক গ্লাস পানি ছাড়া কিছুই খায়নি। কারও সঙ্গে কথাও বলছে না। শুধু এটাই বলছে, কেন তাকে মিথ্যা অভিযোগে জেলে পাঠানো হয়েছে?’

শিক্ষার্থীর বাবা আরও বলেন, ‘আমার ছেলে ছাত্রলীগের মিছিলে ছিল ন্যূনতম কোনো প্রমাণও কেউ দেখাতে পারেনি এবং পারবেও না। শুধু সন্দেহের বশে আমার ছেলেটাকে ফাঁসানো হয়েছে। ছেলেটার শিক্ষাজীবন থেকে একটা বছর নষ্ট হয়ে গেছে। আমার ছেলেটা স্বাভাবিক জীবনে ফিরে আসুক, এটাই আমার চাওয়া।’

প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর গভীর রাতে আটকের পরদিন নাঙ্গলকোট থানায় ২৫ জনের নাম-পরিচয় উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন থানার উপপরিদর্শক আলমগীর। মামলায় অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থীকে ৬ নম্বর আসামি করা হয়েছে। ১৮ নভেম্বর বিকেলে তাকে কুমিল্লার শিশু আদালত-১–এর মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। মামলার এজাহারে ইমরান হোসেনের পদবি ‘ছাত্রলীগ কর্মী’ বলে উল্লেখ করা হয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন ঙ গলক ট আম র ছ ল ওই ক শ র স মব র পর ব র পর ক ষ ক শ রক জ র কর

এছাড়াও পড়ুন:

বিপিএল নিলাম থেকে বাদ পড়া ক্রিকেটারদের রিট খারিজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের খেলোয়াড় নিলামের তালিকা থেকে ৯ ক্রিকেটারকে বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আজ হাই কোর্টে তিনটি রিট আবেদন করা হয়েছিল। কিন্তু হাইকোর্ট সেই আবেদনগুলো সরাসরি খারিজ করে দিয়েছেন। ফলে তাদের নাম অন্তর্ভুক্ত করা ছাড়াই হবে বিপিএলের নিলাম।

আজ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ সংক্ষিপ্ত শুনানি শেষে রিটগুলো নাকচ করে দেন। বেঞ্চে ছিলেন বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রাজীউদ্দিন আহমেদ।

শুনানিতে আবেদনকারীদের পক্ষে যুক্তি উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে ছিলেন আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান।

আরও পড়ুনপ্রমাণ ছাড়াই কি ৭ ক্রিকেটারকে বিপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, কী বলছে বিসিবি২০ ঘণ্টা আগে

রিটে নিলামের তালিকা থেকে বাদ পড়া ৯ ক্রিকেটারের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার নির্দেশ চাওয়া হয়েছিল। শুনানি শেষে হাইকোর্ট জানান, এসব আবেদন গ্রহণযোগ্য নয়। ৩০ নভেম্বর ২০২৫ তারিখের আদেশে রিটগুলো  তাৎক্ষণিক খারিজ করার সিদ্ধান্ত দেন আদালত।

আদালতের আদেশের পর বিসিবি জানিয়েছে, বিপিএলের নিলাম আগের সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে এবং এতে বাদ পড়া ৯ ক্রিকেটার অংশ নিতে পারবেন না।

আরও পড়ুনবিপিএল নিলামে জায়গা না পাওয়া অভিযুক্ত ক্রিকেটাররা কে কী বলছেন১৯ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাইয়ে কুষ্টিয়ায় হামলার প্রত্যক্ষ নির্দেশদাতা ইনু
  • জোটে গেলেও নিজ দলের প্রতীকে ভোট করার বিধান প্রশ্নে রুল
  • ঈশ্বরদীতে সংঘর্ষের ঘটনায় জামিন পেলেন জামায়াত প্রার্থী তালেব
  • কালের কণ্ঠের ‘ডিক্লারেশন’ কেন বাতিল হবে না, সাবেক ১১ কর্মীর বকেয়া পরিশোধের নির্দেশ
  • টিউলিপ–রেহানা–হাসিনার মামলায় প্রত্যাশা অনুযায়ী রায় হয়নি: দুদকের আইনজীবী
  • ক্ষমা চেয়ে প্রেসিডেন্টের কাছে চিঠি নেতানিয়াহুর
  • নারী ফুটবল দলের প্রতি বৈষম্য বন্ধে নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়, জানতে চেয়েছেন হাইকোর্ট
  • কক্সবাজারে মাদক পাচারের দায়ে ২ জনের মৃত্যুদণ্ড
  • বিপিএল নিলাম থেকে বাদ পড়া ক্রিকেটারদের রিট খারিজ