খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা, প্রজ্ঞাপন জারি
Published: 1st, December 2025 GMT
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার।
সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
আরো পড়ুন:
খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত তথ্য জানাবেন ডা. জাহিদ
ঈশ্বরদীতে সংঘর্ষের ঘটনায় জামিন পেলেন জামায়াত প্রার্থী তালেব
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার, বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১-এর ধারা ২(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হলো। ইহা অবিলম্বে কার্যকর হবে।
এদিকে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিয়োগ দেওয়া হচ্ছে।
পোস্টে আরো বলা হয়, আজ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।
ঢাকা/এসবি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘জয় বাংলা’ স্লোগান থামাতে বলায় যুবদল নেতাকে পিটুনি
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ‘জয় বাংলা’ স্লোগান থামাতে বলায় যুবদল নেতা কাইয়ুম মাতুব্বর (৩২) কে পিটিয়ে আহত করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার কাইচাইল নতুন বাজারে তাকে পিঠিয়ে আহত করা হয়। আহত কাইয়ুম মাতুব্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাইচাইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাইয়ুম মাতুব্বর সকালে কাইচাইল নতুন বাজারের রুহুল আমিনের চায়ের দোকানে বসেছিলেন। সেখানে তাকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়।
আরো পড়ুন:
খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা, প্রজ্ঞাপন জারি
খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত তথ্য জানাবেন ডা. জাহিদ
আহত যুবদল নেতা কাইয়ুম মাতুব্বর বলেন, ‘‘আমি চায়ের দোকানে বসেছিলাম। আজগার ও তার সহযোগীরা এসে ‘জয় বাংলা’ স্লোগান দেয়। আমি থামতে বললে তারা আমাকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। বর্তমানে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।’’
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে অভিযুক্তদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, আহত যুবদল নেতার পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/তামিম/বকুল