রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সংবাদ সম্মেলনে যাওয়া সাংবাদিকদের কক্ষে তালা মেরে আটকে রাখার হুমকি দেওয়া হয়েছে। আজ সোমবার বিকেল পৌনে পাঁচটার দিকে রাজশাহী পর্যটন মোটেলে এনসিপির সংবাদ সম্মেলন চলাকালে দলটির যুব সংগঠন জাতীয় যুবশক্তির দুই নেতা উপস্থিত হয়ে এই হুমকি দেন।

এনসিপির জেলা কমিটি গঠনের পর আজ আহ্বায়ক ও কমিটির অন্য সদস্যরা সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তবে নতুন কমিটির আহ্বায়ককে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে বাইরে আরেকটি অংশ বিক্ষোভ শুরু করে। সংবাদ সম্মেলন চলাকালে এক পর্যায়ে বাইরে থেকে দুজন এসে সাংবাদিকেরা বের না হলে কক্ষে আটকে রাখার হুমকি দেন। তাঁরা জাতীয় যুবশক্তির রাজশাহী মহানগর কমিটির যুগ্ম সদস্যসচিব সুয়াইব আহমেদ ও মুখ্য সংগঠক মো.

মেহেদি হাসান।

সংবাদ সম্মেলন চলাকালে সুয়াইব আহমেদ সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘এই সাংবাদিক যাঁরা আছেন, এটা যদি বন্ধ না করেন, আপনাদেরসহ আমরা তালা মেরে দেব। আমরা কিন্তু এখানে তালা মেরে দেব। আমরা চাই না সাংবাদিকদের সঙ্গে কোনো রকম দুর্ব্যবহার করতে।’

তাঁর পাশে থাকা মো. মেহেদি হাসান এ সময় বলেন, ‘আমি লক করে দিমু কিন্তু। বাইরে সবাই বসে আছে, আপনারা এখানে...আপনাদের কানে কথা যাচ্ছে না।’

এমন বক্তব্যের পর সাংবাদিকেরা তাৎক্ষণিক প্রতিবাদ জানান। তাঁরা জানতে চান, কেন তালা মারা হবে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সুয়াইব ও তাঁর সঙ্গীরা দৌড়ে বাইরে চলে যান। সাংবাদিকেরাও তাঁদের পিছু নেন। পর্যটন মোটেল প্রাঙ্গণে বেশ কিছুক্ষণ উত্তপ্ত পরিস্থিতির তৈরি হয়।

পরে সুয়াইব সাংবাদিকদের কাছে ক্ষমা চান। তিনি নিজেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দিয়ে বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করতে চাই না। আপনারা বের হয়ে যান, নাহলে আমরা তালা মেরে দেব—এটা রাগের মাথায় বলেছি।’ তিনি আরও বলেন, ‘ভেতরে যারা আছে, তাদের নিয়ে এই কমিটিকে আমরা সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছি। সেখানে কী হচ্ছে, তা আমরা জানি না। সে কারণে বাইরে থেকে আমাকে পাঠানো হয়েছে, যেন ভেতরের কাজ বন্ধ করে দেওয়া হয়। সাংবাদিকদের অপমান করার উদ্দেশ্য ছিল না। যদি ভুল হয়ে থাকে, আমি ক্ষমা চাই।’

সুয়াইবের বিরুদ্ধে গত বছরের ৫ আগস্টের পর নগরের আসাম কলোনিতে দুই নারীকে খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেন থামাতে ঢিল মারারও অভিযোগ রয়েছে। সাংবাদিকেরা এসব বিষয়ে প্রশ্ন করলে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ বিষয়ে রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মো. মোবাশ্বের আলী বলেন, ‘বিব্রতকর, দুঃখজনক ও অপছন্দনীয় ঘটনা ঘটেছে। সবই ঘটতে পারে, কিন্তু সব জিনিসের সৌন্দর্য থাকতে হবে। বাচ্চা বাচ্চা ছেলে সব। তারা যুবশক্তি করে। এই কমিটি ঢাকা থেকে করে দিয়েছে।’ সুয়াইবের বিরুদ্ধে আরও অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘আজকেই কিছু অভিযোগ শুনলাম। বিষয়গুলো কেন্দ্রে জানানো হবে। তাঁরা ব্যবস্থা নিবেন।’

কমিটি নিয়ে দ্বন্দ্ব ও পদত্যাগ

গত শনিবার রাতে ১১৪ সদস্যবিশিষ্ট এনসিপির রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে সাইফুল ইসলামকে আহ্বায়ক ও মো. রনিউর রহমানকে সদস্যসচিব করা হয়। কমিটি ঘোষণার পরপরই যুগ্ম সদস্যসচিব মো. জিহান মোবারক সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন। এরপর আজ সোমবার বিকেলে পর্যটন মোটেলের সামনে আরও পাঁচ সদস্য কমিটি থেকে নিজেদের প্রত্যাহারের কথা জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজশাহীর আলুপট্টি মোড়ে যুবলীগ কর্মী রুবেলকে দুই হাতে গুলি ছুড়তে দেখা গিয়েছিল। সম্প্রতি সেই রুবেলের সঙ্গে সাইফুল ইসলামের একটি ছবি প্রকাশ্যে আসে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম বলেন, ‘সেটা ছিল একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের ছবি। যদি কখনো কোনো রাজনৈতিক মিছিল, সাংগঠনিক আলোচনা বা কোনো পদ থাকে, তবেই আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা বলা যাবে। আমার কোনো পদ ছিল না।’

এ বিষয়ে এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এনস প র কম ট র সদস য

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়ার জন্য মোহাম্মদ আলীর উদ্যোগে কুরআন বিতরণ ও দোয়া

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে নারায়ণগঞ্জের বিভিন্ন এতিম খানায় এতিমদের মাঝে আজ পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয় এবং বিভিন্নস্থানে দোয়ার আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি’র সাবেক সংসদ সদস্য, এফবিসিসিআই এর সাবেক সিনিয়র  সহ-সভাপতি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ -নারায়ণগঞ্জ জেলার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর পক্ষ থেকে শহরের বিভিন্ন এতিমখানায় পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয় এবং বিভিন্ন স্থানে দোয়ার কর্মসূচি পালন করা হয়।

জেলার বীর মুক্তিযোদ্ধাদের সন্তানরা, জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, জেলার জাতীয়তাবাদী সাইবার এক্টিভিস্টস, ফতুল্লা থানা এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সমর্থকদের উদ্যেগে বেগম খালেদা জিয়ার জন্য উক্ত দোয়া ও কুরআন শরীফ বিতরণের কর্মসূচিগুলো পালন করা শুরু হয়েছে এবং এটি চলমান থাকবে বলে জানানো হয়। 

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারন সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল -নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি এস. আলম ইসরাৎ ফতুল্লা ইউনিয়ন এবং এনায়েত নগর ইউনিয়নে উপস্থিত হয়ে উক্ত কুরআন শরীফ এতিমদের হাতে তুলে দিয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দোয়া কামনা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-নারায়ণগঞ্জ জেলার আহবায়ক মনোয়ার খান রাজীব, মহানগর কমিটির আহবায়ক গোলাম মোর্শেদ সজল, সদর থানা সাইবার ইউজার দলের এস. আলম আয়ান, ১১নং ওয়ার্ড সাইবার ইউজার দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ রাব্বি আহমেদ, সহ-সভাপতি রনি মাহমুদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

এ সময় এস. আলম ইসরাৎ বলেন, এটি কোনো নির্বাচনী গণসংযোগ বা প্রচারণা কিংবা সাংগঠনিক কর্মসূচির অংশ নয়। এটি গণতন্ত্রের জননী, এ প্রজন্মের দেশমাতা, আপোষহীন দেশনেত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে তাঁর প্রতি শ্রদ্ধা, সম্মান ও ভালবাসার দায়বদ্ধতা থেকেই হৃদয়ের অন্তঃস্থল থেকে জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হিসেবে আমরা করছি।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশনেত্রীর এই সংকটাপন্ন শারীরিক অবস্থায় শুধু জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা নয়, পুরো দেশ ও জাতি আজ দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রার্থনা করছে উনার সুস্থতার জন্য, কারণ তিনি শুধু বিএনপির নেত্রী নন, তিনি গণতন্ত্রকামী সমগ্র বাংলাদেশীর একমাত্র নেত্রী।

এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর নির্দেশনায় ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর আলম মিয়ার সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ - নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের অন্তর্গত সদর উপজেলা, বন্দর উপজেলা, সোনারগাঁও উপজেলা, রূপগঞ্জ উপজেলা ও আড়াইহাজার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা ইউনিট কমান্ডের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়ার আয়োজন করা হয়েছে।
 

সম্পর্কিত নিবন্ধ