কুষ্টিয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় নফল রোজা ও দোয়া
Published: 1st, December 2025 GMT
কুষ্টিয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও দোয়া কামনা করে নফল রোজা পালন ও দোয়া মাহফিল করেছেন নেতাকর্মীরা।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় মিরপুর উপজেলা বিএনপির কার্যালয়ের প্রাঙ্গণে দোয়া মাহফিল হয়। মাহফিলে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম অংশ নেন।
আরো পড়ুন:
খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত তথ্য জানাবেন ডা.
অসুস্থ খালেদা জিয়া: চীনের মেডিকেল টিম এভারকেয়ারে
মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, ‘‘তাকে (খালেদা জিয়া) চতুর্থবারের মতো দেশের দায়িত্বভার গ্রহণ ও শেখ হাসিনার বিচার দেখে যাওয়ার সুযোগ তৈরি করে দিও।’’
মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে তিনি আরো বলেন, ‘‘নফল রোজার ফজিলতে এবং বিএনপির আমলে দেশের ব্যাপক উন্নয়নের স্বার্থে আল্লাহ তুমি খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দাও।’’
অধ্যাপক শহীদুল ইসলামের আহ্বানে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নেতাকর্মীরা নফল রোজা রাখে। তারা সম্মিলিতভাবে ইফতারে অংশ নেয়।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আজাদুর রহমান আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী, পৌর যুবদলের আহ্বায়ক সংগ্রাম খান জিল্লু প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা/কাঞ্চন/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ র নফল র জ উপজ ল
এছাড়াও পড়ুন:
জাতীয় পার্টি নিয়ে কুসুম কুসুম প্রেম চলবে না: নাসীরুদ্দীন
জাতীয় পার্টির ব্যাপারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যে অবস্থান, জামায়াত ও বিএনপিকেও একই অবস্থান নিতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (১ ডিসেম্বর) আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের মুক্তি উপলক্ষে আয়োজিত শুকরানা ও দোয়া অনুষ্ঠানে বক্তৃতাকালে এ মন্তব্য করেন তিনি।
আরো পড়ুন:
পদত্যাগের ঘোষণা দিলেন রাঙামাটি এনসিপির প্রধান সমন্বয়কারী
রাঙামাটিতে এনসিপির যুগ্ম সমন্বয়কারীর পদত্যাগ
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “নির্বাচনের আগে দেশে ‘ইসলাম এবং এন্টি ইসলাম’ গেম হচ্ছে। ৯০ শতাংশ মুসলমানের দেশে মুসলিমদের অনুভূতিতে কেউ আঘাত করতে পারবে না এবং আঘাত হানলে তা রুখে দেওয়া হবে।”
একইসঙ্গে এনসিপি হিন্দুত্ববাদী বা ধর্মীয় বিভাজনের রাজনীতি চায় না বলেও তিনি জানান।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “অনেকে বলছেন রাষ্ট্রের নিরাপত্তা নেই। স্বাধীন বাংলাদেশে নিরাপত্তার অন্তরায় কারা, এটা জনগণের সামনে উন্মোচন করা প্রয়োজন।”
তিনি খালেদা জিয়ার বর্তমান পরিস্থিতির জন্য শেখ হাসিনা ও জাতীয় পার্টিকে দায়ী করে বলেন, “শেখ হাসিনার বিষয়ে আমাদের যে অবস্থান, জামায়াত ও বিএনপিকেও জাতীয় পার্টির বিষয়ে একই অবস্থান নিতে হবে। কুসুম কুসুম প্রেম চলবে না।”
বিএনপিকে উদ্দেশ্য করে নাসীরুদ্দীন বলেন, “গণতন্ত্রকে কীভাবে বাঁচিয়ে রাখতে হয়, বেগম জিয়া সেটি দেখিয়ে দিয়েছেন। তাই জিয়াউর রহমান এবং বেগম জিয়ার যে আদর্শ আপনারা বাংলাদেশে উজ্জীবিত রাখতে চান, তাহলে তাদের দেখানো পথেই আপনাদের হাঁটতে হবে। ভারতের কোনো প্রেসক্রিপশন বা বহির্বিশ্বের কোনো প্রেসক্রিপশন বা জাতীয় পার্টির প্রেসক্রিপশন চলবে না।”
দলীয় সাংগঠনিক অবস্থান তুলে ধরে এনসিপির এ মুখ্য সমন্বয়ক বলেন, “বিএনপি একটি গণতান্ত্রিক দল, কিন্তু তাদের একটা সমস্যা হচ্ছে তারা এখনও সংস্কারের পক্ষে আসে নাই। জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল না, তারা রেভল্যুশনারি দল, কিন্তু তাদের অনেক ভালো কাজ হয়েছে।”
তিনি জানান, এনসিপির রাজনীতি হলো তারা গণতান্ত্রিক রাজনীতি করতে চায় এবং একইসঙ্গে ভালো কাজ করতে চায়। তিনি হুঁশিয়ারি দেন, “তাদের নমিনেশন প্রক্রিয়া চলছে এবং যারা দুর্নীতি-চাঁদাবাজি করেছে, এমন একজন লোকও এনসিপি থেকে মনোনয়ন পাবে না।”
ঢাকা/রায়হান/সাইফ